Weather Update

ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে যাবে ২০০ মিটারে, দক্ষিণবঙ্গে ১৫ ডিগ্রির কমই থাকবে পারদ

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা গুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে কোন ডিগ্রির ঘরেই আপাতত তাপমাত্রা থাকছে। আপাতত শুষ্ক আবহাওয়া।

কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১২:১৫

কোন বাঁধা ছাড়াই অবাধে উত্তুরে হওয়া বইছে। কম্বল জড়িয়ে শীতের পিঠে খেতে খেতে ঠান্ডা উপভোগ করছে রাজ্যবাসী। কয়েকদিন তাপমাত্রার খুব বেশি তারতম্য এখনই হবে না। আগামী কয়েক দিন এক থেকে দুই ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে। তবে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আরও শীত পড়ার পূর্বভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা গুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে কোন ডিগ্রির ঘরেই আপাতত তাপমাত্রা থাকছে। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ সংলগ্ন এলাকায়।

উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার ফলে পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। মালদহ সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯২ শতাংশ। 


Share