Weather Update

শীতের ব্যাটিং অব্যাহত! আগামী সাতদিন ঠান্ডার কামড় এমনই থাকবে, জানিয়ে দিল আবহাওয়া দফতর

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

শীতের সকাল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১২:২৮

অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। ফলে রাজ্যে শীতের কামড় বেশ ভালোই অনুভূত হচ্ছে। বাঙালি লেপ কম্বল নিয়ে আয়েশ করতে প্রস্তুত। আগামী কয়েকদিন আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন নেই। বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে অবস্থান করছে। এবছরও স্বাভাবিক শীত পড়ারই পূর্বাভাস দিয়েছে আইএমডি।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাতদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। বীরভূমে ইতিমধ্যে ১১ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে। উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির মধ্যে থাকবে। 

উত্তরবঙ্গে ওপরের পাঁচটি জেলায় ঘন কুয়াশা থাকবে। ফলে দৃশ্যমানতা কমে যাবে। দার্জিলিঙে তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমেছে। কোচবিহারে ৯ ডিগ্রিতে নেমেছে পারদ। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব বেশি ফারাক হবে না।


Share