Weather Update

তাপমাত্রা ১৫ ডিগ্রির গণ্ডি পেরিয়ে ১৪ ডিগ্রিতে, আগামী কয়েকদিন জাঁকিয়ে পড়বে শীত

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত বঙ্গোপসাগরের উপরে কোনও সিস্টেম নেই। ফলে অবাধে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আগামী সাতদিন শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ফলে দিন এবং রাতের তাপমাত্রা কমবে।

এই প্রথম তিলোত্তমার তাপমাত্রা নামল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১২:১৫

মরশুমে এই প্রথম তিলোত্তমার তাপমাত্রা নামল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। কলকাতার তাপমাত্রার নিরিখে এটিই মরশুমে শীতলতম দিন। ২০২০ সালের ১৭ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। শুধু ২০২০ নয়, ২০২১ সালের ২০ ডিসেম্বরও তিলোত্তমায় পারদ পতন হয়ে সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছিল ১১.২ ডিগ্রিতেই। সেই রেকর্ড ভাঙুক ২০২৫-এর শীত, চাইছেন শীতপ্রেমীরা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত বঙ্গোপসাগরের উপরে কোনও সিস্টেম নেই। ফলে অবাধে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আগামী সাতদিন শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ফলে দিন এবং রাতের তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গে শীতল হাওয়া বজায় থাকবে। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি আগেই ছুঁয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে। রাজ্য জুড়ে ঠান্ডা হাওয়া কাঁপুনি ধরাবে। 

দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কমেছে তাপমাত্রার পারদ। অধিকাংশ জেলাতেই স্বাভাবিকের নীচে দিনের তাপমাত্রা। আগামী পাঁচ দিন মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গে দিনে ও রাতের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। 

শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ।


Share