Weather Update

নভেম্বরের শেষেও জাঁকিয়ে শীত নেই রাজ্যে, তবে আশা দেখাচ্ছে হাওয়া অফিস, কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দু’দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোথাও তাপমাত্রার হেরফের হবে না। তার পরের তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরেই রাজ্যে জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১০:৩০

নভেম্বরের শেষ হয়ে ডিসেম্বর শুরু হতে চলল তবুও জাঁকিয়ে শীতের দেখা নেই। রাতের দিকে শীতের আমেজ থাকছে ঠিকই। তবে দিনে তাপমাত্রা তুলনায় কিছুটা বেশি। তাতে বাঙালির শীতবিলাসে কিছুটা ভাঁটাই পড়েছে। বঙ্গবাসীর মনে প্রশ্ন, ডিসেম্বরের শুরুতে কি পড়বে জাঁকিয়ে ঠান্ডা!

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দু’দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোথাও তাপমাত্রার হেরফের হবে না। তার পরের তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরেই রাজ্যে জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা।

সোমবার রাজ্যের সব জেলা কুয়াশাচ্ছন্ন থাকবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকবে আকাশ। জেলার সব জায়গা কুয়াশাচ্ছন্ন থাকবে না। তবে কোথাও কোথাও দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে। তার জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আপাতত রাজ্যে কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে, ঘূর্ণিঝড় ভারতীয় উপকূলের আরও কাছে এগিয়ে আসার পরে তার গতিবিধি নতুন করে পর্যবেক্ষণ করা হয়েছে। রবিবার সকালে মৌসম ভবন নতুন বিবৃতিতে জানিয়েছে, দিতওয়াহ স্থলভাগে প্রবেশ করবে না। তা স্থলভাগের খুব কাছ দিয়ে সমুদ্র ধরেই এগিয়ে যাবে। তার পর সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ায় পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস।


Share