Weather Update

আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝড়ো হাওয়া

দক্ষিণবঙ্গে নিম্নচাপ উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বেশি পড়বে বলে জানা গিয়েছে। উইকেন্ড থেকে বৃহস্পতিবার পর্যন্ত মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১২:৫১

আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছেন,  ছট পুজোতেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। আজ অর্থাৎ শনিবার সুস্পষ্ট নিম্নচাপ দেখা যাবে। রবিবার রাতে নিম্নচাপটি আরও গভীর হবে। সোমবার থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 

দক্ষিণবঙ্গে, রবি, সোম এবং মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভবনা সবথেকে বেশি। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী জেলা যেমন, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে হলে জানিয়েছে হওয়া অফিস। আগামী ২৭ অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। 

বুধবার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া এই ছয় জেলাতে ভারী বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার, দুই ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। ২৭ তারিখ থেকে তার বেগ বাড়তে পারে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সমুদ্রে হাওয়ার গতি পৌঁছোতে পারে সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ২৮ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রেখেছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিবিধি কেমন হয়, কোন দিকে এগোয় এবং কতটা শক্তিশালী হতে পারে, সে বিষয়ে আরও নিশ্চিত পূর্বাভাস দেওয়া যাবে।


Share