Weather update

কলকাতার তাপমাত্রা ১৫ ছড়িয়ে ১৪ তে নেমেছে, তবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে আরও নামবে পারদ

আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০-১১ ডিগ্রিতে নেমেছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আরও নামবে তাপমাত্রা। আপাতত তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না।

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে আরও নামবে পারদ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:২৯

শীত ভালই অনুভব করছে রাজ্যবাসী। যদিও জাঁকিয়ে শীত এখনও পড়েনি। তবে শৈত্যপ্রবাহের আর বেশি দেরি নেই। আগামী সপ্তাহ থেকে আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা কমবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে পৌঁছেছে। 

আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০-১১ ডিগ্রিতে নেমেছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আরও নামবে তাপমাত্রা। আপাতত তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। উত্তুরে হাওয়ার দাপটে শীতের শিরশিরানি থাকবে। গত বেশ কয়েক দিন ধরে কলকাতায় পারদ ১৫ ডিগ্রিরও কমে নেমেছে। এর সঙ্গে উত্তুরে হাওয়ার দাপটে প্রবল শীত অনুভূত হচ্ছে।

উত্তরবঙ্গে দার্জিলিঙে তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে গিয়েছে। তবে দার্জিলিংকে টেক্কা দিচ্ছে কোচবিহার। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আরও নামবে তাপমাত্রা। 

আজ ও কাল দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা মুড়বে কুয়াশার চাদরে। উত্তরবঙ্গেও কুয়াশার দাপট বজায় থাকবে। ফলে দৃশ্যমানতাও যথেষ্ট কম থাকবে। আপাতত আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন নেই। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা


Share