Weathe Update

এক ধাক্কায় ৫ ডিগ্রি কমে কলকাতার তাপমাত্রা পৌঁছোল ১৫ ডিগ্রিতে, ডিসেম্বরের শুরুতে পুরোপুরি শীতের আমেজ রাজ্যে

মৌসম ভবন জানিয়েছেন, উত্তরবঙ্গে, আপাতত কোন তাপমাত্রার কোন বড় পরিবর্তন নেই। দার্জিলিঙের তাপমাত্রা ৫ ডিগ্রিতে পৌঁছেছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা গুলিতে তাপমাত্রার অনেকটাই পতন হয়েছে।

বাঙালির বহু প্রতীক্ষিত শীত পড়তে শুরু করেছে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:২৩

ডিসেম্বরের শুরুতে এ বার বাঙালির বহু প্রতীক্ষিত শীত পড়তে শুরু করেছে। এই মরসুমের সবথেকে শীতলতম দিন আজ কলকাতায়। এক ধাক্কায় ৫ ডিগ্রি কমে কলকাতার তাপমাত্রা পৌঁছাল ১৫ ডিগ্রিতে। তবে আপাতত বৃষ্টিপাতের কোন সম্ভবনা নেই। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। 

মৌসম ভবন জানিয়েছেন, উত্তরবঙ্গে, আপাতত কোন তাপমাত্রার কোন বড় পরিবর্তন নেই। দার্জিলিঙের তাপমাত্রা ৫ ডিগ্রিতে পৌঁছেছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা গুলিতে তাপমাত্রার অনেকটাই পতন হয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দৃশ্যমানতা কোথাও ৯০০ থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯০ শতাংশ।


Share