Weather Update

আশা জাগিয়েও আবার ইউটার্ন শীতের, তবে ২৪ ডিসেম্বর থেকে আশা দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

আজ বুধবার দিনের আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি ভোরে কুয়াশার দাপট থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ এবং ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১১:৩১

আশা জাগিয়ে ঠান্ডার হঠাৎ করে পিঠটান দেওয়ার ইঙ্গিতে মন খারাপ শীত বিলাসীদের । বেশ কয়েকদিন একটু নীচে নামলেও এখন ফের পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা । আজ বুধবার দিনের আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি ভোরে কুয়াশার দাপট থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ এবং ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

আপাতত দক্ষিণবঙ্গে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তাই বলা যায়, জমিয়ে ঠান্ডার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই । হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে । তার জেরে কিছুটা ধাক্কা খেয়েছে শীত।

আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে । মঙ্গলবার থেকে কুয়াশা বেড়েছে । কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা-সহ তৎসংলগ্ন এলাকায় । মঙ্গলবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন ৷ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস ।

দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে অবশ্য শীতের দাপট অনেকটা বেশি । মঙ্গলবার সমতলের মধ্যে আলিপুরদুয়ার ছিল শীতলতম ৷ এদিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস । দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.০৯ ডিগ্রি সেলসিয়াস । আপাতত আগামী সাতদিন রাজ্যজুড়ে সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত নেই বলে হাওয়া অফিস জানিয়েছে । আগামী সপ্তাহে বড়দিন । উৎসবের আবহে ঠান্ডার আমেজ কম থাকার অনুমান করা হচ্ছে । তবে এখনই তা নিয়ে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিতে নারাজ । কারণ ঠান্ডা কম বেশির কথা তো সেভাবে বলা যায় না ৷ খামখেয়ালিপনা আবহাওয়ার মতিগতি কখন যে বদলাবে তা বোঝা মুশকিল ৷

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০.০৪ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের চেয়ে সামান্য হলেও নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯১ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ।


Share