Weather Update

সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, উত্তর ও পশ্চিম জোড়া হাওয়ার ফলকে কাঁপুনি ধরাবে দক্ষিণবঙ্গে

সমস্ত রেকর্ড ভেঙে তাপমাত্রার পতন ঘটেছে দক্ষিণবঙ্গে। সপ্তাহ শেষে পারদ আরও ১ থেকে ৩ ডিগ্রি পড়বে। কলকাতার পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা ১২ ডিগ্রিতে পৌঁছেছে। উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া।

আপাতত কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাবে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১২:৩১

কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস আগেই ছুঁয়েছিল। কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে এ রাজ্যে আরও জাঁকিয়ে পড়তে চলেছে শীত। আবহাওয়া দফতর জানিয়েছেন, আপাতত বঙ্গে কোন ঘূর্ণাবর্ত বিরাজ করছে না। ফলে অবাধে ঢুকতে পাচ্ছে পশ্চিমী বায়ু। যার জেরে আগামী কয়েকদিন তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। 

সমস্ত রেকর্ড ভেঙে তাপমাত্রার পতন ঘটেছে দক্ষিণবঙ্গে। সপ্তাহ শেষে পারদ আরও ১ থেকে ৩ ডিগ্রি পড়বে। কলকাতার পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা ১২ ডিগ্রিতে পৌঁছেছে। উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। দার্জিলিঙের তাপমাত্রা ৫ ডিগ্রির কাছে পৌঁছেছে। তবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাবে। 

সামান্য বাড়িতে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.০ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯১ শতাংশ। উত্তর ও পশ্চিমের জোড়া হাওয়ার ফলোকে কাঁপুনি ধরবে শহরবাসীর। রাতের দিকে কুয়াশার পরিমাণ বাড়বে।


Share