Abhishek Banerjee

এসআইআর শুনানির আগে তৃণমূলের ভার্চুয়াল বৈঠক, ৫ হাজারেরও বেশি নেতাকে শুনানি পর্বের কাজকর্ম সংক্রান্ত গাইডলাইন দেবেন অভিষেক

এসআইআর-এর শুনানি প্রক্রিয়া শুরুর আগের দিন তৃণমূল কংগ্রেসের পাঁচ হাজারেরও বেশি নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। দলীয় সূত্রে খবর, শুনানি পর্বে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন দেবেন অভিষেক। পাশাপাশি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের জনসংযোগ ও প্রচার কৌশলের রোডম্যাপও ঘোষণা হতে পারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০১:৩১

পশ্চিমবঙ্গে এসআইআর-এর শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। তার আগের দিন, শুক্রবার তৃণমূল কংগ্রেসের পাঁচ হাজারেরও বেশি সাংগঠনিক নেতা, সাংসদ, বিধায়ক, পুরসভা ও ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলে এই বৈঠক হওয়ার কথা। দলীয় সূত্রে খবর, শুনানি পর্বে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন দেবেন অভিষেক। পাশাপাশি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের জনসংযোগ ও প্রচার কৌশলের রোডম্যাপও ঘোষণা হতে পারে।

এর আগেও রাজ্যে ‘এসআইআর’ প্রক্রিয়া শুরু হওয়ার সময় অভিষেক ভার্চুয়াল বৈঠক করেছিলেন। তখন এনিউমারেশন পর্বে তৃণমূলের বুথ লেভেল এজেন্ট কীভাবে কাজ করবেন, সে বিষয়ে নির্দেশ দিয়েছিলেন তিনি। প্রায় দেড় মাস ধরে চলা ওই এনিউমারেশন প্রক্রিয়া অভিষেক নিজে প্রতিদিন নজরদারি করেছেন বলে দলীয় নেতাদের দাবি। এই সময়ে বিএলএ–২ এবং সাংগঠনিক নেতৃত্বের মধ্যে সমন্বয় বজায় রাখতে দলের প্রথম সারির ১৪ জন নেতাকে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এনিউমারেশন পর্বে যে সব জেলায় যাঁরা দায়িত্বে ছিলেন, শুনানি শুরু হওয়ার পরেও তাঁদের অনেককে একই জেলার দায়িত্ব দেওয়া হতে পারে। শুনানি চলাকালীন কোন কোন বিষয়ে বিশেষ নজর রাখতে হবে, সে সম্পর্কেও নির্দেশ আসতে পারে।

দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলার দায়িত্বে থাকা এক তৃণমূল নেতার কথায়, এনিউমারেশন চলাকালীন ‘দিদির দূত’ অ্যাপে সমান্তরাল ভাবে তথ্য আপলোড করা হয়েছিল এবং রাজ্যের সমস্ত বুথের তথ্য প্রতিদিন কেন্দ্রীয় ভাবে সংগ্রহ করা হয়। শুনানি পর্বেও একই ধরনের মনিটরিং ব্যবস্থা চালু রাখার নির্দেশ দিতে পারেন অভিষেক।

এদিকে, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও উত্তর ২৪ পরগনার একাংশ, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার একাংশের বিএলএ, সাংগঠনিক নেতৃত্ব, বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি চলাকালীন দলীয় নেতা-কর্মীদের করণীয় নিয়েও একাধিক নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী হরিশ মুখার্জি রোডে ক্ষত্রিয় সমাজের অফিসে যান। সেখানে ক্ষত্রিয় সমাজের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আসন্ন উৎসবের মরশুমের শুভেচ্ছা জানান।


Share