Special Intensive Revision

‘অনিচ্ছাকৃত ত্রুটি’ ছিল, অভিষেকে সভায় তিন ‘মৃত’ ভোটারদের নিয়ে জামা পড়ল রিপোর্ট, খতিয়ে দেখার পরে পদক্ষেপ, জানাল কমিশন

রবিবারের জমা পড়া রিপোর্ট খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। অতীতেও এমন রিপোর্ট পাওয়ার পরে তা যাচাই করে পদক্ষেপ করেছে কমিশন। চন্ডীপুর বিধানসভায় এমন অভিযোগ পাওয়ার পরে বিএলও-কে শো-কজ করা হয়েছিল। কমিশনের এক আধিকারিক জানান, রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে। কী পদক্ষেপ করা হচ্ছে তা পরে জানানো হবে।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ০৮:০৫

বারুইপুরের সভায় তিনজন ‘মৃত’ ভোটার হাঁচিতে চমক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর তালিকায় তাঁদের মৃত দেখানো হয়েছে। সেই ঘটনার ইআরও কমিশনে রিপোর্ট জমা দিয়েছে। ‘অনিচ্ছাকৃত ভুল’-এর কথা উল্লেখ করা হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

কমিশন সূত্রের খবর, ‘মৃত’ ভোটার সংক্রান্ত রিপোর্ট গতকাল রবিবার জমা পড়েছে। তিন জনের মধ্যে দু’জনের রিপোর্টে বুথ স্তরের আধিকারিকের ‘অনিচ্ছাকৃত ভুলে’র কথা উল্লেখ করা হয়েছে। বাকি এক জনকে ‘মৃত’ বলে দেখানো ক্ষেত্রে ভুল হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 

গত শুক্রবার বারুইপুরের জনসভায় তিন জনকে র‍্যাম্পে তুলে বলেন, “এদেরকে সবাই দেখতে পাচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না।” তাঁর কথায়, কমিশন ইচ্ছে করে জীবিত ভোটারদের নাম কেটে দিচ্ছে। নিশানা করেন বিজেপিকে। তাঁদের নাম মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। দু’জনের বাড়ি মেটিয়াবুরুজ এলাকায় অপর জনের বাড়ি কাকদ্বীপে। এর পরেই জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। 

সিইও দফতর সূত্রের খবর, মনিরুল এবং হরেকৃষ্ণের ক্ষেত্রে ‘অনিচ্ছাকৃত ভুল’-এর কথা উল্লেখ করা হয়েছে। মায়া দাসের ক্ষেত্রে ভুল হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মেটিয়াবুরুজ বিধানসভায় বুথের তালিকায় তাতে বাদের তালিকায় নাম ছিল না। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়ে। এর পরেই সংশ্লিষ্ট বুথের বিএলও ফর্ম-৬ নিয়ে তাঁদের বাড়িতে যান। নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন‍্য আবেদন করেন।

রবিবারের জমা পড়া রিপোর্ট খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। অতীতেও এমন রিপোর্ট পাওয়ার পরে তা যাচাই করে পদক্ষেপ করেছে কমিশন। চন্ডীপুর বিধানসভায় এমন অভিযোগ পাওয়ার পরে বিএলও-কে শো-কজ করা হয়েছিল। কমিশনের এক আধিকারিক জানান, রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে। কী পদক্ষেপ করা হচ্ছে তা পরে জানানো হবে। 


Share