Abhishek Banerjee

ইভিএম নয়, ভোটার তালিকাতেই চুরি' দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দাবি, ইভিএম নয়—ভোটার তালিকাতেই চুরি, এক কোটির বেশি ভোটারে অসঙ্গতি, দায়ী নির্বাচন কমিশনই।

অভিষেক ব্যানার্জী
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৬:০৯

পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত পাঁচ দফা প্রশ্ন নিয়ে বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন ১০ জনের একটি প্রতিনিধি দল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তোলেন অভিষেক। তাঁর দাবি, ইভিএমে নয়, ভোটার তালিকাতেই চুরি হচ্ছে এবং সেই কারসাজি হচ্ছে নির্বাচন কমিশনের অফিস থেকেই। একই সঙ্গে বিজেপি-বিরোধী দলগুলির উদ্দেশে বার্তাও দেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গে এক কোটিরও বেশি ভোটারের ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়েছে। এই ভোটাররা কারা এবং কী কারণে তাঁদের নাম নিয়ে সমস্যা তৈরি হয়েছে, তার স্পষ্ট ব্যাখ্যা চেতেই দিল্লিতে যান তিনি। তাঁর দাবি, যদি সত্যিই এক কোটির বেশি ভোটারের নামে ‘লজিক্যাল ডিসক্রিমেন্সি’ বা বাতিলের তালিকা থাকে, তবে সেই তালিকা অবিলম্বে জনসমক্ষে আনা উচিত নির্বাচন কমিশনের। পাশাপাশি, ওই তালিকায় কতজন রোহিঙ্গা বা বাংলাদেশি নাগরিক রয়েছেন, তারও নির্দিষ্ট নথি প্রকাশের দাবি তোলেন তিনি।

বৈঠক শেষে অভিষেক জানান, দীর্ঘ আলোচনা হলেও দু’-তিনটি বিষয় ছাড়া তাঁদের অধিকাংশ প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। এরপরই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। অভিষেকের কথায়, অন্যান্য বিরোধী দল যে বিষয়টি ধরতে পারেনি, তৃণমূল সেটাই ধরতে পেরেছে চুরি ইভিএমে নয়, হচ্ছে ভোটার তালিকায়।

তিনি আরও বলেন, ''মহারাষ্ট্রে, হরিয়ানা, বিহারে, দিল্লিতে ভুলগুলি ধরতে পারেনি কংগ্রেস, আরজেডি, আম আদমি পার্টি। সব জায়গায় বিজেপি ৮৮ শতাংশের স্ট্রাইক রেটে জিতেছে, এটা কোনও কাকতালীয় ঘটনা নয়। এটা হয়েছে কারণ ভোটার তালিকায় চুরি হয়েছে এবং তা করা হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা।'' তৃণমূল সাংসদের বক্তব্য, কোন সফটওয়্যার ব্যবহার করে এইসব কাজ করা হচ্ছে, তা খতিয়ে দেখা উচিত।


Share