Mamata Banerjee

ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, ১৬ জানুয়ারি মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাসে মমতা বন্দ্যোপাধ্যায়

১৬ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে উৎসবের আমেজ, কড়া নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৬:০৭

ফের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। উত্তরবঙ্গের ধর্মীয় ঐতিহ্য ও পর্যটন মানচিত্রকে আরও সমৃদ্ধ করতেই এই মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এই শিলান্যাস অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই মাটিগাড়া ও সংলগ্ন এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে, তুঙ্গে প্রশাসনিক প্রস্তুতিও।

মাটিগাড়ার মহাকাল মন্দির প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি অত্যন্ত মর্যাদার সাথে উদযাপিত হবে। মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলের প্রস্তুতি খতিয়ে দেখছেন।

উল্লেখ্য, উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও দৃঢ় করতে মহাকাল মন্দির নির্মাণকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ১৬ জানুয়ারির এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। মহাকাল মন্দিরের এই শিলান্যাস অনুষ্ঠানটি শিলিগুড়ির মানুষের দীর্ঘদিনের এক আবেগের প্রতিফলন হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 


Share