BJP Border Protest

বাংলাদেশে হিন্দু যুবক হত্যার প্রতিবাদে সরব বিজেপি, ফুলবাড়ি সীমান্তে উত্তেজনা

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টে বিজেপির বিক্ষোভ। ট্রাকে উঠে প্রতিবাদ, শিখা চ্যাটার্জীর উপস্থিতি। হামলা বন্ধের হুঁশিয়ারি, প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রিত।

ইমিগ্রেশন চেকপোস্টে বিজেপির বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৮

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে প্রতিবাদে সরব হল বিজেপি। বুধবার শিলিগুড়ি সংলগ্ন ইন্দো–বাংলা সীমান্তের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন ডাবগ্রাম–ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী।

বিক্ষোভ চলাকালীন বাংলাদেশ থেকে আগত একটি ট্রাকের উপর উঠে কয়েকজন বিজেপি কর্মী প্রতিবাদ জানান এবং স্লোগান তোলেন। অভিযোগ, প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিকভাবে ‘টার্গেট করে’ হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক এক হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকেও তীব্র ভাষায় নিন্দা করেন বিক্ষোভকারীরা।

বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, বাংলাদেশে হিন্দুদের উপর হামলা বন্ধ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে। কয়েক ঘণ্টা ধরে চলা এই অবস্থান বিক্ষোভে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়ায়, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর ছিল প্রশাসন।


Share