Bulldozer Shop Demolition

দত্তপুকুরে জমি দখল ঘিরে উত্তেজনা, দোকান ভাঙচুরে অভিযুক্ত দুই তৃণমূলকর্মী গ্রেফতার

জমি বিক্রিতে অস্বীকার করায় দত্তপুকুরের বামনগাছিতে বুলডোজার এনে সাতটি দোকান ভাঙচুরের অভিযোগ। ঘটনায় গ্রেফতার দুই তৃণমূলকর্মী দাদা–ভাই। স্থানীয়দের বিক্ষোভে উত্তেজনা, পুলিশ হেফাজতে ধৃতরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দত্তপুকুর
  • শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ০১:২২

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বামনগাছি এলাকায় বুলডোজার এনে সাতটি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই তৃণমূলকর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত শাকিব রহমান ও শাহিন রহমানকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ। দু’জনেই সম্পর্কে দাদা–ভাই এবং এলাকায় জমির দালালি করেন বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার রাতে। অভিযোগ, বুলডোজার নিয়ে এসে বামনগাছির ফুলতলা এলাকায় একের পর এক সাতটি দোকান ভেঙে দেওয়া হয়। ওই জমির মালিক তানজিনা বিবি ও তাঁর পরিবার। তাঁদের অভিযোগ, জমিটি বিক্রি করতে তাঁরা রাজি ছিলেন না। কিন্তু জমির দালাল হিসেবে পরিচিত শাকিব ও শাহিন দীর্ঘদিন ধরে ওই জমি কেনার জন্য চাপ সৃষ্টি করছিলেন। জমি না পেয়ে তারা ক্ষমতার জোরে দোকান ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ।

ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়ায়। ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে তাসমিনা বিবি দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও তিন দিন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। এরই প্রতিবাদে শনিবার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বিক্ষোভে সামিল হন।

বিক্ষোভ চলাকালীন বারাসত-১ ব্লক তৃণমূলের কনভেনর ইছা হক সর্দার এবং ছোট জাগুলিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি নুরুল হকের বিরুদ্ধেও স্লোগান ওঠে। পরে পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। রবিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।


Share