Kalyan Banerjee on Sukanta Majumdam

পুজো উদ্বোধনে গিয়ে ফের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ‘চ্যালেঞ্জ’ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

দফায় দফায় সুকান্ত মজুমদারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সাংসদ কল্যাণ। পাশাপাশি তাঁর দাবি ‘আসলে রাজ‍্য সভাপতির পদ হারানোর পর ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে’ কারণ শমীক ভট্টাচার্য ‘ভালো ছেলে।’

পুজো উদ্বোধনে কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়।
প্রীতম সাধুখাঁ, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০১:২৪

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী মন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা জবাব দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শ্রীরামপুরের এক কালীপুজোর উদ্বোধনে এসে কল্যাণবাবু ফের সুকান্তবাবুকে চ্যালেঞ্জ করলেন। তিনি বলেন, “ক্ষমতা থাকলে সিআইএসএফ জওয়ান ছাড়া শ্রীরামপুরে আসুক, আমরাও কোন পুলিশ ছাড়া থাকবো। দেখি ও কি করে বাড়ি ফিরতে পারে।”

একই সঙ্গে তাঁর বক্তব্যের দফায় দফায় সুকান্ত মজুমদারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সাংসদ কল্যাণ। পাশাপাশি তাঁর দাবি ‘আসলে রাজ‍্য সভাপতির পদ হারানোর পর ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে’ কারণ শমীক ভট্টাচার্য ‘ভালো ছেলে।’

তিনি দাবি করেন, “আমরা ক্ষমতা দেখাই পাঁচ বছর অন্তর। মোদী,অমিত শাহ এসেও কিছু করতে পারেনি। তাই ফের চ্যালেঞ্জ করলাম ক্ষমতা থাকলে চলে আসুক শ্রীরামপুরে বুঝে নেব।”

বেশ কয়েক দিন ধরেই কল‍্যাণ-সুকান্ত বাদানুবাদ চলেছে। ডানকুনিতে দলের বিজয়া সম্মিলনী থেকে সুকান্ত মজুমদারকে চ‍্যালেঞ্জ করেন কল‍্যাণবাবু। সেই চ‍্যালেঞ্জ গ্রহণ করে বৈদ‍্যবাটিতে আসেন সুকান্ত। মোটরবাইকে মিছিল করেন তিনি। সে সময় কিছুটা নরম সুর হলেও পরে আজ সন্ধ্যায় ফের স্বমহিমায় ফেরেন কল‍্যাণ।


Share