Special Intensive Rivision

বিএলও-দের ওপর হামলা বরদাস্ত নয়, ঘটনা ঘটলে এফআইআর বাধ্যতামূলক, গাফিলতিতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশনের তরফে রাজ‍্য পুলিশের ডিজিকে জানানো হয়েছে, নির্বাচনী কাজে গাফিলতি বা দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করা হবে। এই নির্দেশিকা জরুরি ভিত্তিতে কার্যকর করতে প্রশাসনকে তৎপর হতে বলা হয়েছে।

বুথ স্তর আধিকারিক বা বিএলও।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:৪৯

বুথ লেভেল আধিকারিক এবং অন্যান্য নির্বাচনী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত কোনও আধিকারিকের ওপর হিংসার ঘটনা ঘটলে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে। এই নির্দেশ কার্যকর করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্ট করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।

শনিবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ‍্য পুলিশের ডিজিকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর আগে ২৮ নভেম্বর নির্বাচন কমিশন বিএলও-দের সুরক্ষা দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশিকা উল্লেখ করে বলা হয়েছে, বিএলও ও অন্যান্য নির্বাচনী কর্মীদের ওপর হামলা বা হুমকির ঘটনাকে কমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। তাই বিএলও বা অন‍্যন‍্য নির্বাচনী আধিকারিকের ওপর এমন কোনও ঘটনা ঘটলে অবিলম্বে এফআইআর করতে হবে। একই সঙ্গে, বিএলও ও অন্যান্য নির্বাচনী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর কর্মসূচি ঘোষণা করে। পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজ করছেন ৮০ হাজারের বেশি বিএলও। এসআইআর নির্দেশিকা অনুযায়ী, ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ, সংগ্রহ এবং ডিজিটাইজেশন-সহ একাধিক মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করতে হয় বিএলও-দের। তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।

বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল, সংবাদমাধ্যম এবং অন্যান্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। কমিশন মনে করছে, বিএলও এবং অন্যান্য কর্মীদের জীবন ও নিরাপত্তায় গলদ রয়েছে। এই পরিস্থিতি তৈরি হলে তাঁদের আইনের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হতে পারে। কমিশন রাজ‍্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে, এসআইআর-এর কাজে নিযুক্ত বিএলও ও অন‍্যান‍্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কোনও এলাকায় ভয়, হুমকি বা অযাচিত প্রভাবের পরিবেশ যেন না থাকে এবং কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। তা নিশ্চিত করতে হবে।

নির্বাচন কমিশনের তরফে রাজ‍্য পুলিশের ডিজিকে জানানো হয়েছে, নির্বাচনী কাজে গাফিলতি বা দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করা হবে। এই নির্দেশিকা জরুরি ভিত্তিতে কার্যকর করতে প্রশাসনকে তৎপর হতে বলা হয়েছে।


Share