Special Intensive Rivision

ভোটার তালিকা সংশোধনে বুথে বুথে কড়া নজর! বিএলএ-দের নির্দেশ দিতে সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটার তালিকা সংশোধনে বুথ লেভেল এজেন্টদের ভূমিকা জোরদার করতে বড় উদ্যোগ তৃণমূলের। সোমবার নেতাজি ইন্ডোরে বিএলএ-দের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন স্পষ্ট দিকনির্দেশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৭

ভোটার তালিকা সংশোধনের কাজে বুথ লেভেল এজেন্টদের ভূমিকা আরও মজবুত করতে বড়সড় সাংগঠনিক উদ্যোগ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, আগামী সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-দের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকেই ভোটার তালিকা সংক্রান্ত একাধিক দিকনির্দেশ দিতে পারেন তিনি।

এসআইআর প্রক্রিয়া শুরুর পর বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেন এবং পরে তা সংগ্রহ করে ডিজিটাইজ করেন। মঙ্গলবার নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকাও প্রকাশ করেছে। এই পর্বকে প্রথম ধাপ হিসেবে ধরা হলে, এর পর শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ, যেখানে তালিকা ঝাড়াইবাছাইয়ের কাজ চলবে। এই পর্যায়েও বিএলও-দের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তথা বিএলএ-রা। আগের ধাপের তুলনায় এই পর্বের কাজের ধরন আলাদা হওয়ায়, দলের করণীয় নিয়েই মূলত দিকনির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।

এর আগেই বুধবার বিকেলে কালীঘাটের বাসভবনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিএলএ ও বিএলএ-২দের নিয়ে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের এক গুরুত্বপূর্ণ নেতা জানান, সেই বৈঠকেই রাজ্যজুড়ে বুথ স্তরের এজেন্টদের নিয়ে আলাদা সভা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের পরই দ্রুত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় সভার প্রস্তুতি শুরু হয়।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই সভায় বিএলএ-দের পাশাপাশি সাংগঠনিক দায়িত্বে থাকা নেতাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। বুথ স্তরে তথ্য সংগ্রহ, ভোটারদের সহযোগিতা এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় এই তিনটি বিষয়কে সামনে রেখে কর্মপদ্ধতি ঠিক করে দিতে পারেন মুখ্যমন্ত্রী।

তবে রাজ্যে তৃণমূলের বিএলএ-দের সংখ্যা কয়েক হাজার হওয়ায়, এত বিপুল কর্মীকে একসঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসানোর ব্যবস্থা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে দলীয় নেতৃত্ব। প্রয়োজনে একাধিক দফায় প্রবেশ বা বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যজুড়ে প্রায় সাড়ে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি উঠেছে। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম সংযোজন, সংশোধন ও আপত্তি জানানোর প্রক্রিয়ায় বুথ স্তরের কর্মীদের কীভাবে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, শুনানির সময় সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন, সেই বিষয়টিও তাঁর বক্তব্যে গুরুত্ব পেতে পারে বলে দলীয় সূত্রের দাবি।


Share