Rabindranath Ghosh

কোচবিহার পুরসভায় চেয়ারম্যান পদে ইস্তফা রবীন্দ্রনাথ ঘোষের, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূলে বড় রদবদলের ইঙ্গিত। পরবর্তী চেয়ারম্যান হিসেবে দিলীপ সাহার নাম ঘিরে জোর জল্পনা।

রবীন্দ্রনাথ ঘোষ
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০৪:৩৮

জেলা রাজনীতিতে বড়সড় রদবদল। কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দীর্ঘ কয়েক দশক ধরে কোচবিহার জেলার রাজনীতিতে প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত তিনি। তাঁর পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

সূত্রের দাবি, পদত্যাগের সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের অন্দরে সাংগঠনিক রদবদল এবং নতুন নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি কোচবিহার পুরসভার পরিষেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কাজের গতি নিয়ে দলের ভিতরে একাধিক আলোচনা চলছিল, তারই পরিণতিতে এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এক সময় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলান তিনি। ২০২২ সালের পুরসভা নির্বাচনে জয়ের পর তাঁকে কোচবিহার পুরসভার চেয়ারম্যান করা হয়। তাঁর কার্যকালে শহরের একাধিক পরিকাঠামোগত উন্নয়ন ও হেরিটেজ সংরক্ষণের কাজ শুরু হয়েছিল।

রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগের পর আপাতত কোচবিহারের পরবর্তী পুর-চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক সূত্রে খবর, পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ সাহার নাম নতুন চেয়ারম্যান হিসেবে ঘুরপাক খাচ্ছে।


Share