Goutam Deb

শিলিগুড়িতে মহাকাল মন্দির শিলান্যাসের প্রস্তুতি তুঙ্গে, পরিদর্শনে মেয়র গৌতম দেব

আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস ঘিরে প্রস্তুতি তদারকিতে পরিদর্শনে মেয়র গৌতম দেব। নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থায় জোর, দেশ-বিদেশের ভক্ত সমাগমের লক্ষ্যে পরিকল্পিত উদ্যোগ।

মহাকাল মন্দির পরিদর্শনে গৌতম দেব
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০৭:৫৬

আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন এসজেডিএ-র চেয়ারম্যান, দার্জিলিং জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার, ডিসিপি (ট্রাফিক) সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা। নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াতের সুবিধা, ট্রাফিক নিয়ন্ত্রণ-সমেত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সরেজমিনে পর্যালোচনা করা হয়।

পরিদর্শন শেষে মেয়র গৌতম দেব জানান, মহাকাল মন্দির হলে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম হবে। ভৌগোলিক দিক থেকেও স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ—একদিকে নেপাল, অন্যদিকে ভুটান, পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন হওয়ায় দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে সহজ যোগাযোগ রয়েছে। সেই কারণেই পরিকল্পিতভাবে এই স্থানটি মন্দির নির্মাণের জন্য নির্বাচন করা হয়েছে।


Share