Special Intensive Revision

এসআইআর-এর খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৬ লক্ষের বেশি নাম, মৃত ভোটার কত? সোমবার বিকেল পর্যন্ত পরিসংখ্যান দিল নির্বাচন কমিশন

সোমবার আরও পাঁচজন আইএএস আধিকারিককে বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, এই পাঁচ জন আইএএস অফিসার রাজ্যের পাঁটি ডিভিশনে কাজ করবেন। ওই সমস্ত ডিভিশনে এসআইআর-এর কাজ কেমন চলছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন। যতদিন রাজ্যে এসআইআর-এর কাজ না শেষ হচ্ছে ততদিন তাঁরা এখানেই থাকবেন।

খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৬ লক্ষের বেশি নাম।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৯:১১

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৬ লক্ষের বেশি ভোটারের নাম। তালিকায় মৃত ভোটারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে স্থানান্তরিত ভোটারের নামও। সোমবার বিকেল পর্যন্ত পরিসংখ্যান জানাল নির্বাচন কমিশন।

কমিশন সূত্রের খবর, সোমবার বিকেল পর্যন্ত তালিকায় মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৫ জন। শনিবার বিকেল পর্যন্ত ছিল ২৩ লক্ষ ৮৩ হাজার ৮০৯ জন। নতুন করে ১৪ হাজার ৫৩৬ জন মৃতের নাম তালিকায় যুক্ত হল। স্থানান্তরিত ভোটারের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৬৪ হাজার ৬২৯-তে। সোমবার বিকেল পর্যন্ত সেই তালিকায় আরও ৩৩ হাজার ভোটারের নাম যুক্ত হয়েছে।

একাধিক বিধানসভা কেন্দ্রে থাকা নাম, যা ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত, তা শনিবার বিকেল পর্যন্ত ছিল ১ লক্ষ ২৮ হাজার ৯৯৪ জন। সোমবার বিকেল পর্যন্ত এখন সেই সব ভোটারের এসে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৭৭৩ জন। যে সব ভোটারের কোনও খোঁজ পাওয়া যায়নি, তার পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভাবে বৃদ্ধি পেয়েছে। কমিশন সূত্রের খবর, শনিবারের তুলনায় ৪৩ হাজার ৭৩৭টি এমন ভোটার বাদ যাওয়ার তালিকায় নতুন করে নথিভুক্ত হয়েছে। সোমবার বিকেল পর্যন্ত সংখ্যাটা হল- ১০ লক্ষ ৯৪ হাজার ৭১০টি।

সোমবার বিকেল পর্যন্ত কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৫৬ লক্ষ ৩৭ হাজার ৭৩১ জনের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে। যে সংখ্যাটা শনিবার পর্যন্ত ছিল ৫৫ লক্ষ ৪৫ হাজার ১৪৭-এ। ৪৮ ঘন্টার মধ্যে ৯২ হাজার ৫৮৪ জনের নাম বাদের তালিকায় চলে এলো।

কমিশন সূত্রের খবর, এখনও বেশ কয়েকটি জেলায় এনুমারেশন ফর্ম আপলোড করা হচ্ছে না। এর ফলে প্রকৃত সংখ্যাটা জানা যাচ্ছে না। ওই সমস্ত বুথে দায়িত্বে থাকা বিএলও-দের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।

উল্লেখ্য, সোমবার আরও পাঁচজন আইএএস আধিকারিককে বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, এই পাঁচ জন আইএএস অফিসার রাজ্যের পাঁটি ডিভিশনে কাজ করবেন। ওই সমস্ত ডিভিশনে এসআইআর-এর কাজ কেমন চলছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন। যতদিন রাজ্যে এসআইআর-এর কাজ না শেষ হচ্ছে ততদিন তাঁরা এখানেই থাকবেন।


Share