Suvendu Adhikari

খড়্গপুরে সিভিক ভলান্টিয়ারকে খুনের অভিযোগ, তৃণমূলকে নিশানা করে থানার সামনে বিক্ষোভ বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর

খড়্গপুরের চা দোকানে মদ্য যুবকদের সঙ্গে বচসা থেকে সিভিক ভলান্টিয়ারের উপর নৃশংস হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় টানা দশ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার মৃত্যু হয় তাঁর। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে, খুন ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই থানার সামনে বিক্ষোভে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

থানায় শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০১:৪৪

ডিউটি শেষ করে বন্ধুদের সঙ্গে চা খেতে বেরিয়েই প্রাণঘাতী হামলার শিকার খড়্গপুরের সিভিক ভলান্টিয়ারের। আহত ব্যক্তির নাম তুলসী রাও ওরফে উদয় (৩০)। দোকানের ভিতর এক মদ্য যুবকের সঙ্গে কথা কাটাকাটি থেকেই ঝামেলার শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, কয়েক জন যুবক মিলে তুলসীর উপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধরও করা হয়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা দশ দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালালেও শেষরক্ষা হয়নি। শনিবার মৃত্যু হয় তুলসীর। ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় খড়্গপুর টাউন থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ ডিসেম্বর গভীর রাতে খড়্গপুর টাউন থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার তুলসী রাও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে স্টেশন সংলগ্ন মাল গোডাউন এলাকায় একটি দোকানে চা খেতে যান। সেখানেই এক মদ্য যুবকের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, ওই যুবককে সরতে বলায় আরও কয়েকজন মদ্য যুবক জড়ো হয়ে তুলসীর উপর চড়াও হয়। বোতল দিয়ে মাথায় আঘাত করা হলে গুরুতর জখম হন তিনি। প্রথমে তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে যাওয়া হয়। মাথায় কুড়িটিরও বেশি সেলাই পড়ে তাঁর। পরে অবস্থা গুরুতর হলে মঙ্গলবার কটকের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই শনিবার সকালে মৃত্যু হয় তুলসীর। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

দুষ্কৃতীদের চরম শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছেন শহরবাসী। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।

সিভিক ভলান্টিয়ারের খুনের ঘটনায় রবিবার সন্ধ্যায় খড়্গপুর টাউন থানায় হাজির হন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানার বাইরে বিক্ষোভ দেখান তিনি। বিরোধী দলনেতার কথায়, ‘হিন্দু বলেই খুন হতে হয়েছে সিভিক ভলান্টিয়ার তুলসী রাও ওরফে উদয়কে। স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠরা এই ঘটনায় যুক্ত।’ পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, ‘ঘটনার পরের দিনই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে।’


Share