Election Commission

কাউকেই পছন্দ নয়, মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরে তিন পদের জন্য পাঠানো মুখ‍্যসচিবের প‍্যানেল বাতিল করল কমিশন

রাজ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরে তিনটি পদে নিয়োগের জন্য ন’জনের নাম পাঠানো হয়েছিল। তা গৃহীত হয়নি। নতুন করে নাম পাঠাতে বলা হয়েছে।

তিনটি পদে নিয়োগের জন্য নতুন তালিকা চেয়েছে সিইও দফতর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ আগস্ট ২০২৫ ০২:৫২

রাজ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরে খালি রয়েছে অতিরিক্ত সিইও, যুগ্ম সিইও এবং ডেপুটি সিইও পদ। সেই শূন্যপদ দ্রুত পূরণ করতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে রাজ্যকে। সেই মতো রাজ্যের মুখ‍্যসচিব মনোজকুমার পন্থ নামের তালিকা পাঠিয়েছিলেন। কমিশন সেই তালিকা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। নতুন করে নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে।

সিইও দফতরে যে তিনটি পদে দায়িত্ব দেওয়া হবে সাধারণত তা সামলান ডব্লিউবিসিএস পদমর্যাদার আধিকারিকেরা। সেই মতো প্রতিটি পদের জন্য তিনটি করে নাম পাঠানো হয়। মোট ন’টি নাম পাঠানো হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে কাউকে ‘পছন্দ’ হয়নি। তাই ‘আপত্তি’ জানিয়ে তা ফেরত পাঠিয়ে নতুন করে তালিকা চেয়ে পাঠানো হয়েছে।

কমিশন সুত্রে জানা গিয়েছে, অতিরিক্ত সিইও পদের জন্য সুদীপ মিত্র, সুজয় সরকার, সুদীপ সরকারের নাম প্রস্তাব করা হয়েছিল। ডব্লিউবিসিএস অফিসার সুদীপ মিত্র বর্তমানে প্রশাসনিক কর্মীবর্গ দফতরে বিশেষ সচিব পদে কর্মরত রয়েছেন। পাশাপাশি সুজয় সরকার বিধাননগর পুরসভা বিশেষ সচিব পদে রয়েছেন এবং সুদীপ সরকার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব পদে কর্মরত রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের কাউকে সিইও অফিসের পছন্দ হয়নি।

যুগ্ম সচিব পদে সৌমজিৎ দেবনাথ, বহ্নিশিখা দে, অরুন্ধতী ভৌমিকের নাম প্রস্তাব করা হয়েছিল। জানা গিয়েছে, সৌমজিৎ দেবনাথ স্টাফ সিলেকশন কমিশনে সচিব পদে রয়েছেন।  বহ্নিশিখা দে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত সচিব এবং অরুন্ধতী ভৌমিক, ক্ষুদ্র ও কুঠির শিল্প দফতরে অতিরিক্ত সচিব পদে কর্মরত রয়েছেন।

ডেপুটি সিইও পদে রঞ্জন চক্রবর্তী, প্রিয়রঞ্জন দাস, রাজীব মন্ডলের নাম প্রস্তাবিত করা হয়েছিল। রঞ্জন চক্রবর্তী রাজ্য বিদ্যুৎ দফতরে যুগ্ম সচিব পদে কর্মরত রয়েছেন। পূর্ত দফতরে যুগ্ম সচিব পদে কর্মরত রয়েছেন প্রিয়রঞ্জন দাস। অন‍্যজন রাজীব মন্ডল বিধাননগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতর ল্যান্ড ম‍্যানেজার পদে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে কারচুপি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে দুই ডাব্লুবিসিএস আধিকারিক-সহ পাঁচ জনকে নিলম্বিত করে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এ বার মুখ‍্যসচিবের পাঠানো তালিকা নাকোচ করে দিয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নতুন নাম পাঠাতে বলেছে তাঁরা।


Share