Special Intensive Revision

শুনানি পর্বের তদারকিতে চার হাজার মাইক্রো অবজার্ভার! কেন্দ্রীয় সরকারি এবং বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন সিইও মনোজকুমার আগরওয়াল

কমিশন জানিয়েছে, কোল ইন্ডিয়া, ডিভিসি, রিজার্ভ ব্যাঙ্ক, জিএসটি, পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, আয়কর, এলআইসি, মেট্রো রেল, এলএলবিসি, ডিএসপি, সেইল-সহ ১৬টি কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং ইউকো ব্যাঙ্ক-সহ বাকি সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আঞ্চলিক প্রধানদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

(বাঁ দিকে) সিইও মনোজকুমার আগরওয়াল এবং বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত (ডান দিকে)।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০২:৫৬

এসআইআর-এর শুনানিতে মাইক্রো অবজার্ভার হিসেবে কেন্দ্রীয় এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীদের নিয়োগ করা হবে। শনিবার এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। কমিশন সূত্রের খবর, আপাতত প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হবে। কোথায়, কীভাবে তাঁদের কাজে নিয়োগ করা হবে তা নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা করা হয়েছে। ইতিমধ্যেই ওই সমস্ত দফতরগুলির কাছ থেকে তালিকা চেয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন জানিয়েছে, কোল ইন্ডিয়া, ডিভিসি, রিজার্ভ ব্যাঙ্ক, জিএসটি, পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, আয়কর, এলআইসি, মেট্রো রেল, এলএলবিসি, ডিএসপি, সেইল-সহ ১৬টি কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং ইউকো ব্যাঙ্ক-সহ বাকি সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আঞ্চলিক প্রধানদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। 

শুনানি পর্বের তদারকি করবেন কেন্দ্রীয় সরকারের মাইক্রো অবজার্ভারেরা। তাঁদেরকে বিভিন্ন কেন্দ্রে মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করা হবে। কোথায় কত জন করে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জানা গিয়েছে, মূলত গ্রুপ-বি বা তার ঊর্ধ্বতন আধিকারিকদের এই পদে নিয়োগ করা হবে। আপাতত প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হতে পারে। কাকে পাঠানো হবে তার তালিকা তৈরি করে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। যাকে পাঠানো হচ্ছে, তার শারীরিক অবস্থা সম্পর্কেও খোঁজখবর নিয়ে তালিকা বানাতে বলা হয়েছে। ২৪ তারিখে মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ শুরু হবে। দিনে দু’দফা করে হবে।

কমিশন সূত্রের খবর, কেন্দ্র পিছু ১১ জন করে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। তবে এই ১১ জন একই সঙ্গে বসবেন না আলাদা জায়গায় বসবেন তা নিয়ে স্পষ্ট করেনি কমিশন। কিছু মাইক্রো অবজার্ভার সিইও দফতরেও থাকবেন। এ ছাড়াও, রিজার্ভে কিছু জনকে রাখা হতে পারে। কমিশন মনে করছে, পরে এর সংখ্যাটা বাড়ানো হতে পারে। কমিশন এ-ও মনে করছে, শুনানি পর্ব অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তদারকির জন্য তাদের প্রয়োজন রয়েছে। প্রতিদিন ১০০ জন করে শুনানিতে ডাকা হবে।

গত ১২ ডিসেম্বর মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।  সেই চিঠির ভিত্তিতে কমিশন জানায়, শুনানি পর্বের জন‍্য বিভিন্ন কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজার্ভার করা যেতে পারে। প্রতি মাইক্রো অবজার্ভারেরা ৩০ হাজার টাকা করে সাম্মানিক পাবেন।

মাইক্রো অবজার্ভারদের কাজ হবে মূলত এসআইআর-এর শুনানি পর্বে নির্বাচনী আধিকারিক (ইআরও) এবং সহকারী নির্বাচনী আধিকারিকদের (এইআরও) কাজে নজর রাখা। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি এবং সংশোধনে তাঁরা সহযোগিতা করবেন। তাঁরা কাজ করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে। তাঁদের প্রশিক্ষণও দেবে সিইও দফতর। এনুমারেশন ফর্ম, ভোটারদের জন্ম ও মৃত্যুর শংসাপত্র এবং শুনানির জন্য আসা ভোটাদের নথি যাচাই করবেন মাইক্রো অবজ়ার্ভারেরাই। এ ছাড়া, ভোটার তালিকার অসঙ্গতি চিহ্নিত করা এবং পরিসংখ্যানগত বিশ্লেষণও তাঁদের দায়িত্বে থাকবে। জেলা নির্বাচনী আধিকারিকেরা (ডিইও) কেন্দ্রের এই আধিকারিকদের নিরাপত্তা ও যাতায়াতের বন্দোবস্ত করবেন।


Share