BJP-TMC Clash

বিএলও-দের ভূমিকা ও জেলাশাসকের ফোন না ধরা নিয়ে জেলাশাসকের দফতরে হাজির হলেন খগেন মুর্মু, পালটা কটাক্ষ তৃণমূলের

মালদহের জেলা শাসকের দফতরে হাজির হন মালদা উত্তরের বিজেপি সাংসদ ও পুরাতন মালদার বিজেপি বিধায়ক। বিএলও-দের কাজের গাফিলতি ও জেলাশাসকের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন খগেন মুর্মু।

মালদহ জেলাশাসক অফিস
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬

মঙ্গলবার মালদহের জেলাশাসকের দফতরে হাজির হন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও পুরাতন মালদহের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। তাঁদের অভিযোগ, একাধিকবার জেলাশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বিজেপি নেতৃত্বের দাবি, বেশ কিছু বিএলও ভোটার তালিকায় যাদের নাম নেই, তাদের নাম অন্তর্ভুক্ত করেছে। আবার যাদের নাম তালিকায় রয়েছে, তাদের নাম কেটে দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, বিএলও-রা সঠিকভাবে কাজ করছেন না। এই পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানান বিজেপি সাংসদ। পাশাপাশি জেলা প্রশাসন ও জেলাশাসকের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি।

এদিকে এই প্রসঙ্গে পাল্টা কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র আসিস কুন্ডু জানান, বিজেপি সাংসদ সেখানে অভিনয় করতে গিয়েছিলেন। তিনি যাত্রা করলে ভালো পারতেন।

অন্যদিকে, জেলাশাসক প্রীতি গোয়েল জানান, সংসদ যা অভিযোগ করেছেন, সেই বিষয়টি দেখবেন।


Share