Suvendu Adhikary discomfort in court increases

আদালতে অস্বস্তি বাড়ল শুভেন্দুর, বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার

আদালতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত। ২০২২ সালের ৮ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দেন। সেদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি FIR-এর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ ছিল, আগামী দিনেও শুভেন্দুর বিরুদ্ধে কোনও FIR করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১২:২৬

শুভেন্দু অধিকারীর আদালতের দেওয়া রক্ষাকবচই প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আজ শুক্রবার মামলার শুনানি চলাকালীন তিনি বলেন, “কোনও অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না।” তাঁর পর্যবেক্ষণ, “এ নিয়ে কোনও বক্তব্য থাকলে লিখিত আকারে জানাতে হবে সোমবারের মধ্যে।” 
আদালতের এই নির্দেশে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর।  কার্যত শুভেন্দুর রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত। ২০২২ সালের ৮ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দু অধিকারীকে এই রক্ষাকবচ দিয়েছিলেন। 
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআর-এর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ ছিল, আগামী দিনেও শুভেন্দুর বিরুদ্ধে কোনও এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। 
পাশাপাশি মানিকতলা-সহ মোট চারটি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম সিট গঠন করল আদালত। যদিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি মামলা খারিজ করা হয়েছে।


Share