Special Intensive Revision

‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, হলে আইনানুগ ব্যবস্থা নেবে কমিশন, ১১ ডিসেম্বরের মধ্যে ভুল সংশোধন করতে বিএলও-দের নির্দেশ সিইও দফতরের

কমিশন প্রেস বিজ্ঞপ্তিতে এ-ও জানিয়েছে, তালিকায় মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত এবং ভুয়ো ভোটার যাতে না থাকে, তা সুনিশ্চিত করবে বিএলও-রা। ‘কোনও যোগ‍্য ভোটার যেন তালিকা থেকে বাদ না যায়, কোনও অযোগ্য ভোটারের নাম যেন তালিকায় না থাকে’ এসআইআর-এর মূল উদ্দেশ্যও আরও একবার বিএলও-দের মনে করিয়ে দিয়েছে কমিশন।

বিএলও-দের কর্তব্য স্মরণ করিয়ে দিল কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১১:২৪

রাজ্যে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ। এনুমারেশন ফর্ম বিলি এবং ডিজিটাইজেশনের কাজে ভুল সংশোধন করতে বুথ স্তরের আধিকারিকদের নির্দেশ দিল রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তার পরেও যদি ভুল থাকে বা ‘ইচ্ছাকৃত ভুল’-এর কোনও প্রমাণ মেলে, বিএলও-দের বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। 

ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম বিলি এবং ডিজিটাইজেশনের কাজে জন্য সময় বাড়ানো হয়েছে। ১১ ডিসেম্বর সেই কাজের শেষ তারিখ। সেই সময়ের মধ‍্যেই এনুমারেশন ফর্মের ভোটারদের তথ্য ডিজিটাইজ করতে হবে। সে ক্ষেত্রে যদি কোনও এন্ট্রি ‘ভুল’ হয়ে থাকে তাহলে তা নির্ধারিত সময়ের মধ্যেই সংশোধন করে নিতে হবে বুথ স্তরের আধিকারিকদের। ১১ ডিসেম্বরের পরে যদি কোনও বুথ স্তরের আধিকারিক বা বিএলও-দের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত ভুল’-এর প্রমাণ মেলে তাহলে আইনানুগ কঠোর পদক্ষেপ করতে পারে কমিশন।

বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, ‘’এসআইআর-এর কাজের প্রথম পর্যায়ের কাজের সময় ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর করা হয়েছে। এই বর্ধিত সময়ে আপনারা আরও একবার নিজেদের করা এনুমারেশন এবং ডিজিটাইজেশনের কাজ পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন। আপনারা নিশ্চিত করবেন, এই কাজে কোনও রকম ইচ্ছাকৃত ভুলভ্রান্তি না থাকে।” কমিশন বিএলও-দের আরও একবার মনে করিয়ে দিয়েছে, তাঁরা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশনে রয়েছেন।

কমিশন প্রেস বিজ্ঞপ্তিতে এ-ও জানিয়েছে, তালিকায় মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত এবং ভুয়ো ভোটার যাতে না থাকে, তা সুনিশ্চিত করবে বিএলও-রা। ‘কোনও যোগ‍্য ভোটার যেন তালিকা থেকে বাদ না যায়, কোনও অযোগ্য ভোটারের নাম যেন তালিকায় না থাকে’ এসআইআর-এর মূল উদ্দেশ্যও আরও একবার বিএলও-দের মনে করিয়ে দিয়েছে কমিশন।

কমিশন সূত্রের খবর, রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-২’দের সঙ্গে নিজের বুথে বৈঠক করতে পারবেন। 


Share