Abhishek Banarjee

বারাসত কাছারি ময়দানে অভিষেকের জনসভা সফল করতে মাঠে নামার নির্দেশ, বসিরহাটে তৃণমূলের প্রস্তুতি বৈঠক

উত্তর ২৪ পরগনা সফরকে সামনে রেখে তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে। ১৯ জানুয়ারি বারাসত কাছারি ময়দানে অভিষেকের জনসভায় দু’লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য, কর্মীদের মাঠে নামার নির্দেশ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট
  • শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ০৩:০৪

উত্তর ২৪ পরগনার জেলা সফরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রচার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বসিরহাট উত্তর বিধানসভার মাটিয়ায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, জেলা চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আবদুল্লা রনি, বিধায়ক রফিকুল ইসলাম এবং জেলা তৃণমূলের অন্যান্য নেতারা।

সভায় আগামী ১৯ জানুয়ারি বারাসত কাছারি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করতে প্রতিটি বিধানসভায় তৃণমূল কর্মীদের মাঠে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়। জেলা নেতৃত্বের আশা, কাছারি ময়দানে এই জনসভায় দুই লক্ষেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন।

পার্থ ভৌমিক সভায় বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পরিকল্পনা হাতিয়ার করে ২৬শে আবার তৃণমূল ক্ষমতায় আসবে। বিজেপির রাজনীতি কেবল ধর্মীয় উন্মাদনা তৈরি করা।'


Share