Amit Shah

এসআইআর শুরুর পরে প্রথম রাজ্যে সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কলকাতায় বিজেপি নেতাদের নিয়ে করবেন বৈঠক

গতমাসে বিহারে বিধানসভা ভোটে জয়ের নৈশভোজ থেকে বিজেপির নেতাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য তৈরি থাকার বার্তা দিয়েছিলেন অমিত শাহ। সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সবসময় লড়াইয়ের ‘মোডে’ থাকুন। যে কোনও জায়গায় দায়িত্ব পড়তে পারে। বিজেপির নেতা-কর্মীদের জন্য লক্ষ‍্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০১:১৪

বছর ঘুরলেই রাজ‍্যে বিধানসভা নির্বাচন। ‘সাদা বাড়ি’র দখল নিতে বিজেপি শিবিরে প্রস্তুতি তুঙ্গে। তার মধ্যে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে সেই আবহে চলতি বছরের শেষের দিকে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের কর্মসূচি চূড়ান্ত করতে রাজ্য নেতৃত্বকে বলা হয়েছে।

রাজ্যে এসআইআর শুরু হওয়ার পরে এটাই অমিত শাহের প্রথম পশ্চিমবঙ্গ সফর। জানা গিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসবেন। ওই এদিন কলকাতায় রাজ‍্য নেতৃত্বের সঙ্গে কয়েকটি বৈঠক করতে পারেন। সেখানে নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ওই দিনই একটি সাংবাদিক সম্মেলনও করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, আগামীকাল, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতমাসে বিহারে বিধানসভা ভোটে জয়ের নৈশভোজ থেকে বিজেপির নেতাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য তৈরি থাকার বার্তা দিয়েছিলেন অমিত শাহ। সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সবসময় লড়াইয়ের ‘মোডে’ থাকুন। যে কোনও জায়গায় দায়িত্ব পড়তে পারে। বিজেপির নেতা-কর্মীদের জন্য লক্ষ‍্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, যে কোনও মুহূর্তে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

নির্বাচনের আগে রাজ্যে সব বুথকে বিজেপি নিজেদের শক্তি বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। এখনও অনেক বুথে এজেন্টের সমস‍্যা রয়েছে। সেই সমস্যাকে কী করে নির্মূল করা যায় তা নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের বিজেপি নেতাদের পরামর্শ দিতে পারেন। বর্তমানে কী অবস্থা রয়েছে, তা নিয়েও রাজ্যের বিজেপির নেতাদের কাছ থেকে জানতে চাইতে পারেন। এর পাশাপাশি, ২৭ ডিসেম্বর থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানি শুরু হচ্ছে। তা নিয়ে বিজেপি কীভাবে এগোবে তার নির্দেশও দিতে পারেন ওই বৈঠক থেকে।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর পরে বিহারে প্রথম বিধানসভা নির্বাচন হয়। আর সেখানে চমকপ্রদ ফল করেছে বিজেপি। আর সেই ফল ঘোষণার দিনেই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণ বুঝিয়ে দিয়েছিলেন, বিহার জিতেছে। এ বার তাঁদের লক্ষ্য পশ্চিমবঙ্গ। তিনি বলেছিলেন, “এই জয় কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম এবং পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের আত্মবিশ্বাস অক্সিজেন দিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিল বিহার।” প্রধানমন্ত্রীর কথায়, “আমি পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের আশ্বস্ত করছি, এ বার বিজেপি আপনাদের সঙ্গে মিলে, পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে।”


Share