Special Intensive Revision

আগামী ২৭ ডিসেম্বর থেকে শুনানি শুরু, আপাতত ১০ লক্ষ নোটিস পাঠাতে চলেছে নির্বাচন কমিশন, তদারকি করবে কেন্দ্রীয় সরকারি মাইক্রো অবজার্ভারেরা

কেন্দ্র পিছু ১১ জন করে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। তবে এই ১১ জন একই সঙ্গে বসবেন না আলাদা জায়গায় বসবেন তা নিয়ে স্পষ্ট করেনি কমিশন। কিছু মাইক্রো অবজার্ভার সিইও দফতরেও থাকবেন। এ ছাড়াও, রিজার্ভে কিছু জনকে রাখা হতে পারে। কমিশন মনে করছে, পরে এর সংখ্যাটা বাড়ানো হতে পারে। কমিশন এ-ও মনে করছে, শুনানি পর্ব অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৬:০৮

আগামী ২৪ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানিপর্ব। কমিশন সূত্রের খবর, আপাতত রাজ‍্যজুড়ে ১০ লক্ষ ভোটারকে শুনানির নোটিস পাঠানো হবে। সেই গোটা কাজ করবেন কেন্দ্রীয় সরকারি দফতর থেকে আসা মাইক্রো অবজার্ভারেরা। ২৪ ডিসেম্বরে তাঁদের দু’দফায় প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

রাজ‍্যে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন সূত্রের খবর, আপাতত ১০ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকা হবে। তার জন্য ইতিমধ্যেই নোটিস তৈরি হয়ে গিয়েছে। এ বারে তা ভোটারদের ঠিকানায় পাঠানো হবে। আগামী ২৭ ডিসেম্বর থেকে শুনানিপর্ব শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

কোথায় এই শুনানি হবে তা-ও ঠিক হয়ে গিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, শহরাঞ্চলে পুরসভা এবং আদালত চত্বরে কোথাও জায়গা ঠিক করতে বলা হয়েছে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে ব্লক উন্নয়ন আধিকারিকের অফিস অথবা অন‍্য কোনও সরকারি অফিসে জায়গা দেখে চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছে কমিশন। জানা গিয়েছে, যে জায়গায় শুনানি হবে, সেই জায়গায় জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসকের সঙ্গে ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন আধিকারিকেরা কথা বলে ঠিক করবেন।

এই গোটা প্রক্রিয়াটি মাইক্রো অবজার্ভারদের নজরদারিতে হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই চার হাজার অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাঁদের নিয়োগের নোটিসও তৈরী প্রায় তৈরি হয়ে গিয়েছে। এই অবজার্ভারদের প্রশিক্ষণ শুরু হবে আগামী ২৪ ডিসেম্বর। কলকাতায় নজরুল মঞ্চে দু’দফায় প্রশিক্ষণ দেওয়া হবে। সকাল সাড়ে ১০টা এবং দুপুর ২টো থেকে অবজার্ভারদের প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, কেন্দ্র পিছু ১১ জন করে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। তবে এই ১১ জন একই সঙ্গে বসবেন না আলাদা জায়গায় বসবেন তা নিয়ে স্পষ্ট করেনি কমিশন। কিছু মাইক্রো অবজার্ভার সিইও দফতরেও থাকবেন। এ ছাড়াও, রিজার্ভে কিছু জনকে রাখা হতে পারে। কমিশন মনে করছে, পরে এর সংখ্যাটা বাড়ানো হতে পারে। কমিশন এ-ও মনে করছে, শুনানি পর্ব অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তদারকির জন্য তাদের প্রয়োজন রয়েছে। প্রতিদিন ১০০ জন করে শুনানিতে ডাকা হবে।

মাইক্রো অবজ়ার্ভারদের কাজ হবে মূলত এসআইআর-এর শুনানি পর্বে নির্বাচনী আধিকারিক (ইআরও) এবং সহকারী নির্বাচনী আধিকারিকদের (এইআরও) কাজে নজর রাখা। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি এবং সংশোধনে তাঁরা সহযোগিতা করবেন। তাঁরা কাজ করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে। তাঁদের প্রশিক্ষণও দেবে সিইও দফতর। এনুমারেশন ফর্ম, ভোটারদের জন্ম ও মৃত্যুর শংসাপত্র এবং শুনানির জন্য আসা ভোটাদের নথি যাচাই করবেন মাইক্রো অবজার্ভারেরাই। এ ছাড়া, ভোটার তালিকার অসঙ্গতি চিহ্নিত করা এবং পরিসংখ্যানগত বিশ্লেষণও তাঁদের দায়িত্বে থাকবে। জেলা নির্বাচনী আধিকারিকেরা (ডিইও) কেন্দ্রের এই আধিকারিকদের নিরাপত্তা ও যাতায়াতের বন্দোবস্ত করবেন।


Share