Special Intensive Revision

ভুয়ো ভোটার খুঁজে বের করুন, সিইও-কে নির্দেশ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের, বিকেল থেকে জরুরি ভিত্তিতে দফায় দফার চলছে বৈঠক

কোনও যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, কোনও অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকতে না পারেন এবং দাবি–আপত্তি থেকে গণনা, নোটিস নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ— এই প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে আরও পাঁচ আইএএস অফিসারকে বিশেষ তালিকা পর্যবেক্ষক করে পশ্চিমবঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা বুধবার সকাল সকাল রাজ্যে চলে আসছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০১:০৯

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর)-এর মাধ্যমে ঝাড়াই-বাছাইয়ের কাজে নেমে পড়েছে কমিশন। কমিশন সূত্রের খবর, তালিকায় ভুয়ো ভোটার চিহ্নিত করতে ফের একবার মনে করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার। সেই মর্মে মঙ্গলবার বিকেল থেকে দফায় দফায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠক করছেন। পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সিইও-রা বৈঠকে উপস্থিত ছিলেন। 

নির্বাচন কমিশন সূত্রের খবর, তাঁরা নিজেরাও সন্দেহজনক ভোটার শনাক্ত করার কাজ চালাচ্ছে। কিন্তু ঘটনা হল, তাঁদের কাছে যে পরিসংখ্যান আছে, তার তুলনায় পশ্চিমবঙ্গের পরিসংখ্যান অনেকটাই আলাদা। কমিশনের মনে করছে, এই রাজ্যে ভুয়ো বা সন্দেহজনক ভোটারের সংখ্যা আরও তিনগুণ বেশি হতে পারে। মঙ্গলবারের এই বৈঠকে সে ব্যাপারেও সিইওর সঙ্গে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

কমিশন সূত্রে এ-ও খবর, এই বৈঠকে প্রায় দেড় মাস ধরে এসআইআর পর্বে কী কী সমস্যা হয়েছে, কোথায় কোথায় সমস্যা হয়েছে তা বিস্তারিত জানতে চেয়েছেন জ্ঞানেশ কুমার। পাশাপাশি সিইও-দের থেকে কোথায় কত আন-কালেক্টেবল ফর্ম, মৃত ভোটার, স্থানান্তরিত, নিখোঁজ, সেটাও জানতে চাওয়া হয়েছে।

অন‍্যদিকে, কোনও যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, কোনও অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকতে না পারেন এবং দাবি–আপত্তি থেকে গণনা, নোটিস নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ— এই প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে আরও পাঁচ আইএএস অফিসারকে বিশেষ তালিকা পর্যবেক্ষক করে পশ্চিমবঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা বুধবার সকাল সকাল রাজ্যে চলে আসছেন। ওই দিনই দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন আরেক বিশেষ তালিকা পর্যবেক্ষক তথা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত।


Share