Bongaon Chief Steps Down

দলীয় চাপে অবশেষে পদত্যাগ: বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সরে দাঁড়ালেন

বহুদিনের অচলাবস্থার পর অবশেষে পদ ছাড়লেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। দলীয় চাপ, শোকজ, বিতর্ক ও নিরাপত্তা অভিযোগের মাঝেই তড়িঘড়ি ইস্তফা। নতুন চেয়ারম্যান নিয়ে শুরু জোর জল্পনা।

গোপাল শেঠ
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ
  • শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৩:৩২

বহুদিনের জটিলতা ও দলীয় চাপের পর অবশেষে পদত্যাগ করলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তৃণমূল কংগ্রেস আগেই তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল। বুধবার জমা দেওয়া ইস্তফাপত্রে সেই নির্দেশের কথাও উল্লেখ করেন তিনি। তবে এর আগে ছুটিতে যাওয়া, শোকজ নোটিস এবং পদত্যাগের কারণ জানতে চাওয়া নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা নেতৃত্ব গোপালবাবুকে সাত দিনের মধ্যে ইস্তফা দিতে বলেছিল। কিন্তু তিনি জানান, অপসারিত ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য দায়ের করা মামলা হাইকোর্টে বিচারাধীন থাকায় এখনই পদ ছাড়তে পারবেন না। পাশাপাশি রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও পদচ্যুতির কারণ জানতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন।

এ সময় পুরসভার নানা পরিষেবা—বিশেষত জলসংকট, নাগরিক পরিষেবার দুরবস্থা এবং লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলাফল—নিয়ে ক্ষোভ বাড়ছিল। ভোটকুশলী সংস্থার রিপোর্টেও চেয়ারম্যান বদলের সুপারিশ ছিল। তার পরেই তাঁকে সরানোর সিদ্ধান্ত নেয় দল।

দলীয় নির্দেশ না মানায় গোপাল শেঠকে শোকজ নোটিস পাঠানো হয়। এর মধ্যেই তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে যান। পাশাপাশি অভিযোগ করেন, তাঁর ব্যক্তিগত নিরাপত্তায় থাকা দুই পুলিশকর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাকে কিছু হলে প্রশাসন দায়ী থাকবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই থামাব না।”

এপ্রিলেই জ্যোৎস্না আঢ্যকে পুনর্বহালের জল্পনাও রাজনৈতিক মহলে জোরদার হয়। আস্থা ভোট নিয়েও আলোচনা শুরু হয়।

অবশেষে, সব চাপ ও জটিলতার মাঝেই বুধবার তড়িঘড়ি পদত্যাগপত্র জমা দিলেন গোপাল শেঠ। নতুন চেয়ারম্যান কে হবেন, তা এখনও জানা যায়নি।


Share