Mamata Banerjee

মমতার নাম-ছবি ব্যবহার করে ভুয়ো সরকারি ঋণ! সোশ্যাল মিডিয়ায় প্রতারণা নিয়ে রাজ্য পুলিশের সতর্কবার্তা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম–ছবি ব্যবহার করে ভুয়ো সরকারি ঋণের বিজ্ঞাপন ছড়াচ্ছে প্রতারকেরা। সতর্কবার্তা জারি রাজ্য পুলিশের। অচেনা লিঙ্কে ক্লিক না করার আবেদন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:১০

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো সরকারি ঋণের বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে। সেই ফাঁদে পা দিলেই আর্থিক ক্ষতির আশঙ্কা। রবিবার এ নিয়ে সতর্কবার্তা জারি করল রাজ্য পুলিশ।

রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে যে সব ঋণের বিজ্ঞাপন ও ভিডিয়ো প্রচার করা হচ্ছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কোনও সম্পর্ক নেই। এই ধরনের কোনও ঋণ প্রকল্প সরকার ঘোষিত বা অনুমোদিত নয়। বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক। মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করা বেআইনি ও অননুমোদিত বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো বিজ্ঞাপনগুলিতে সাধারণত ‘তৎক্ষণাৎ ঋণ’, ‘সিবিল ছাড়া ঋণ’, ‘সরকার অনুমোদিত ঋণ’, ‘কোনও যাচাই ছাড়া ঋণ’-এর মতো শব্দ ব্যবহার করা হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াট্‌অ্যাপে এই বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। তাতে ক্লিক করলেই ভুয়ো অ্যাপ বা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে, অথবা নির্দিষ্ট কোনও হোয়াট্‌অ্যাপ নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে। এরপর আধার, প্যান কার্ডের তথ্য ও ওটিপি চাওয়া হচ্ছে এবং ঋণের নামে অগ্রিম টাকা দাবি করা হচ্ছে। টাকা পাওয়ার পরেই প্রতারকেরা যোগাযোগ বন্ধ করে দিচ্ছে।

সাধারণ মানুষকে সতর্ক করে পুলিশ জানিয়েছে, সরকারি ঋণের দাবি করা কোনও বিজ্ঞাপনে বিশ্বাস করা উচিত নয়। অচেনা লিঙ্কে ক্লিক করা বা অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে। ব্যাঙ্কের তথ্য, পরিচয়পত্র বা ওটিপি কখনও কাউকে দেওয়া যাবে না। ঋণের জন্য শুধুমাত্র অনুমোদিত ব্যাঙ্ক, এনবিএফসি বা সরকারি ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

কেউ প্রতারণার শিকার হলে দ্রুত সাইবার অপরাধ হেল্পলাইন নম্বর ১৯৩০-তে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি ওয়েবসাইটে (cybercrime.gov.in) অভিযোগ জানানো যাবে। প্রতারণা সংক্রান্ত স্ক্রিনশট, লিঙ্ক, ফোন নম্বর ও লেনদেনের তথ্য সংরক্ষণ করার কথাও জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।


Share