Special Intensive Revision

খসড়া ভোটার তালিকায় জোড়া নাম! ভোটকর্মী নয়, সরাসরি ভোটারকেই শোকজ নির্বাচন কমিশনের

খসড়া ভোটার তালিকায় এক ভোটারের নাম দুই কেন্দ্রে থাকায় শ্যামপুকুর ও অশোকনগরে এনিউমারেশন ফর্ম জমা পড়ে। স্বাক্ষর অসঙ্গতিতে ওই ভোটারকে শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন।

প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা।, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০১:৫৬

রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নানা জায়গায় গাফিলতির অভিযোগে ভোটকর্মীদের বিএলও থেকে শুরু করে এইআরও-কে শোকজ নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে এ বার ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। কোনও ভোটকর্মী নয়, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সরাসরি এক ভোটারকেই শোকজ করল কমিশন।

কিন্তু কেন এই সিদ্ধান্ত?

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গিয়েছে, খসড়া ভোটার তালিকায় ওই ভোটারের নাম দু’টি পৃথক জায়গায় উঠে এসেছে। উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র এবং উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্র উভয় জায়গাতেই ওই ভোটারের নামে এনিউমারেশন ফর্ম জমা পড়েছে।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, এনিউমারেশন ফর্ম পূরণের ক্ষেত্রে একটি জায়গায় ভোটার নিজে স্বাক্ষর করেছেন। কিন্তু অন্য জায়গায় তাঁর হয়ে অন্য কেউ ফর্মে স্বাক্ষর করেছেন বলে প্রাথমিক তদন্তে ধরা পড়েছে। এই অসঙ্গতিই কমিশনের নজরে আসে।

কমিশনের প্রাথমিক অনুমান, ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়ে থাকতে পারে। তবে শুধু ভোটারের দিকটি নয়, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটকর্মী বিএলও, এইআরও এবং ইআরও-দের ভূমিকা কী ছিল, সেটিও খতিয়ে দেখতে চাইছে কমিশন। সেই কারণেই ভোটারকে শোকজ নোটিস পাঠিয়ে পুরো ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

রাজ্যের সিইও দফতরের মতে, ভোটারকে শোকজ করার মাধ্যমে এই ঘটনার সমস্ত দিক পরিষ্কার হবে এবং প্রয়োজনে দায় নির্ধারণ করা সম্ভব হবে।


Share