Special Intensive Rivision

মগরাহাটে তালিকা পর্যবেক্ষক সি মুরুগানের ওপর হামলার ঘটনায় রাজ‍্য পুলিশের ডিজির কাছে অ‍্যাকশন টেকেন রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

ডায়মন্ড হারবারে এসআইআর চলাকালীন নির্বাচনী তালিকা পর্যবেক্ষকের সফরে নিরাপত্তা ঘাটতির অভিযোগে রাজ্য প্রশাসনের কাছে কড়া ব্যাখ্যা তলব নির্বাচন কমিশনের। ভবিষ্যতে পর্যবেক্ষকদের জন্য পর্যাপ্ত পুলিশি সুরক্ষার নির্দেশ।

সি মুরগানের গাড়িতে হামলা
নিজস্ব সংবাদদাতা, মগড়াহাটে
  • শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১০:৪২

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ পরিদর্শনে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন সি মুরুগান। অভিযোগ, তৃণমূলকর্মীদের হামলার মুখে পড়ে গাড়ির লক ভেঙে যায়। এ বার সেই ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে তার জবাব চাইল নির্বাচন কমিশন। শনিবার সেই মর্মে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে নির্দেশ পৌঁছে গিয়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে সেই রিপোর্ট কমিশনের কাছে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৭ ডিসেম্বর দুপুরে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট-১, মগরাহাট-২ এবং কুলপি ব্লকের এলাকায় গিয়েছিলেন তালিকা পর্যবেক্ষক। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সি মুরুগান। সেই ঘটনার পরে সি মুরুগান বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে জানান। জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়। আলাদা করে রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গেও কথা বলেন সিইও মনোজ।

৩০ ডিসেম্বর ঘটনার রিপোর্ট জমা পড়ে নির্বাচন কমিশনে। এ বার সেই ঘটনাকে ‘গুরুতর এবং উদ্বেগজনক’ বলে উল্লেখ করে চিঠিতে বলা হয়, ঘটনার রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে। তা খতিয়ে দেখা হয়েছে। বলা হয়, ওই দিন কমিশনের আধিকারিক কোথায় যাবেন তা আগে থেকেই মহকুমা শাসক এবং জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছিল। তার পরেও কমিশনের আধিকারিক স্পর্শকাতর এলাকায় গেলে তাঁর পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। ঘটনায় ৪০-৫০ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। 

রাজ‍্যপুলিশ যে নিরাপত্তায় যে গাফিলতি করেছিল তা স্পষ্ট উল্লেখ করা হয়েছে চিঠিতে। ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে, তার ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার ‘অ‍্যাকশন টেকেন রিপোর্ট‍’ চেয়ে পাঠানো হয়েছে। রাজ‍্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ৭২ ঘন্টা অর্থাৎ আগামী মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সেই পাঠাতেই হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়াও, এমন ঘটনা পরবর্তীতে যাতে না ঘটে, তার জন‍্য কী ভাবনাচিন্তা করা হয়েছে তা-ও জানতে হবে নির্বাচন কমিশনকে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ, এখন থেকে কোনও বিশেষ তালিকা পর্যবেক্ষক বা তালিকা পর্যবেক্ষক যদি এসআইআর-এর কাজে কোনও জায়গায় যান তার সঙ্গে বরিষ্ঠ পুলিশ অফিসার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর-এর কাজে যাতে কোনও বিঘ্ন না ঘটে তার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতেও নির্দেশ দিয়েছে দিল্লি।


Share