Special Intensive Revision

দায়িত্বমুক্ত হয়েও কাজ! দুই বিএলও-সহ ইআরও–এইআরও-কে শোকজ করল নির্বাচন কমিশন

দায়িত্বচ্যুত হয়েও এমুনারেশন ফর্ম আপলোড! বারুইপুর পূর্বের দুই বিএলও-সহ ইআরও ও এইআরও-কে শোকজ করল কমিশন। ভোটার তালিকা সংশোধনে কড়াকড়ি নজরদারি শুরু।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা
  • শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১১:১৮

দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরেও এমুনারেশন ফর্ম আপলোড করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার দু’জন বিএলও-সহ ইআরও ও এইআরও-কে শোকজ করল নির্বাচন কমিশন। অভিযোগ ওঠার পর ওই বিএলও-কে হাড়দহের ৯৪ নম্বর বুথের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তদন্তে জানা যায়, দায়িত্ব বদলের পরেও তিনিই কাজ চালিয়ে গেছেন। এই তথ্য প্রথম লক্ষ্য করেন রোল অবজার্ভার সি মুরুগান। তিনি বিষয়টি স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্তকে জানান। পরে সুব্রত গুপ্ত সিইও দফতরকে রিপোর্ট পাঠালে কমিশনের কাছে বিষয়টি পৌঁছয়।

এরপর কমিশন শুধু ওই বিএলও-ই নন, তাঁর স্থলাভিষিক্ত বিএলও এবং সংশ্লিষ্ট ইআরও ও ডিইও সবার ভূমিকাই খতিয়ে দেখে। দোষ প্রমাণিত হওয়ায় চারজনকেই শোকজ করা হয়েছে এবং কারণ দর্শাতে বলা হয়েছে। কমিশন সূত্রে আগেই জানানো হয়েছিল, অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সেই দিকেই পদক্ষেপ করা হল।

ভোটার তালিকা সংশোধন পর্বে এ বার আরও শক্ত হাতে পরিস্থিতি সামলাতে চাইছে নির্বাচন কমিশন। গত শুক্রবারের বৈঠকের পর সোমবার থেকেই নতুন নির্দেশিকা কার্যকর করা হয়েছে। রাজ্যের পাঁচটি ডিভিশনে পাঁচ জন শীর্ষ আইএএস অফিসারকে স্পেশ্যাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁরা কেন্দ্রীয় মন্ত্রকের যুগ্মসচিব পদমর্যাদার। এই পর্যবেক্ষকরা পুরো ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নজরদারি চালাবেন এবং সংবিধানের ৩২৪(৬) ধারা অনুযায়ী সরাসরি কেন্দ্রীয় কমিশনের অধীনে কাজ করবেন।


Share