Bar Council Election

বার কাউন্সিলের ভোট ঘিরে বিতর্ক, আর্থিক নয়ছয়ের অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের

রাজ্য বার কাউন্সিলের ভোট ঘিরে বিতর্কের মাঝেই আর্থিক নয়ছয়ের অভিযোগে হাইকোর্টে মামলা। চাঁদা, শংসাপত্র ফি ও অডিট না হওয়া নিয়ে প্রশ্ন, সিএজি তদন্তের আর্জি।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০১:২৮

রাজ্য বার কাউন্সিলের ভোট ঘোষণা ঘিরে আগেই অনিয়মের অভিযোগ উঠেছিল। এ বার সেই বিতর্কের মধ্যেই বার কাউন্সিলের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় নির্বাচন সংক্রান্ত অনিয়ম নিয়েও আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। আদালত সূত্রে খবর, বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলাটির শুনানি হতে পারে।

এর আগেও বার কাউন্সিলের ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে একাধিক মামলা হয়েছে। তবে নতুন মামলায় দীর্ঘদিনের আর্থিক অনিয়মকেই মূল বিষয় করা হয়েছে। আলিপুর আদালতের আইনজীবী সুবীর সেনগুপ্ত এই মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযোগ, রাজ্য বার কাউন্সিল বিভিন্ন সময়ে আইনজীবীদের কাছ থেকে চাঁদার নামে অর্থ সংগ্রহ করেছে। পাশাপাশি সদ্য তালিকাভুক্ত আইনজীবীদের শংসাপত্র দেওয়ার নামে বছরের পর বছর হাজার হাজার টাকা আদায় করা হয়েছে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে গত বছর জানিয়ে দেওয়া হয়েছে, শংসাপত্রের জন্য ৭৫০ টাকার বেশি নেওয়া যাবে না।

অভিযোগে আরও বলা হয়েছে, বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা আয় হলেও তার কোনও স্বচ্ছ হিসেব নেই। ২০১৮ সালের নির্বাচনের পর থেকে আর কোনও নির্বাচন বা অডিট হয়নি বলেও দাবি। এছাড়াও, রাজ্য আইনজীবী ওয়েলফেয়ার ফান্ড থাকা সত্ত্বেও ২০১২ সালে ওয়েলফেয়ার কর্পোরেশন গঠন করা হয় এবং ফান্ডের টাকা সেখানে সরানো হয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। গোটা বিষয়টির আর্থিক তদন্তে সিএজি-কে দিয়ে অডিট করানোর আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত তিন সদস্যের কমিটিতে দুই বিচারপতির পাশাপাশি তৃতীয় সদস্য হিসেবে রয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। রবিবার ওই কমিটির সঙ্গে বার কাউন্সিল কর্তাদের বৈঠক হলেও কোনও ইতিবাচক অগ্রগতি হয়নি বলে সূত্রের খবর। ভোটের দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে বার কাউন্সিল। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা।


Share