Special Intensive Revision

মগরাহাটে কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলা, তৃণমূল কর্মীদের বিক্ষোভে ভাঙল গাড়ির লক

এর আগেও সি মুরুগান তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন। কমিশনের আধিকারিকদের নিরাপত্তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সেই মর্মে তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও দেওয়া হয়।

সি মুরুগানের গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, মগরাহাট
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৪:৩৬

মগরাহাটে কমিশনের পর্যবেক্ষকের গাড়িতে হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। তিনি এসআইআর-এর শুনানির কাজ খতিয়ে দেখতে গিয়েছিলেন। সেই সময় দক্ষিণ ২৪ পরগনার নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, সকালে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান মগরাহাটের ২ ব্লকের সিরাকল হাই স্কুলে যান। সেখানে স্থানীয় পঞ্চায়েতের নেতা মহম্মদ মুজিবর মন্ডলের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, তৃণমূলের বিএলএ-দের শুনানি কেন্দ্রে থাকতে দিতে হবে। না দিলে শুনানি হবে না। তাঁদের আরও দাবি, তাঁরা এসআইআর চায় না। কেন্দ্র যে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে তা অবিলম্বে ফেরত দিতে হবে। 

এর পরে রোল অবজার্ভার সি মুরুগান মগরাহাট ২ ব্লকের বিডিও অফিসের দিকে যান। সেই সময় রাস্তার দু’ধারে মহিলা তৃণমূলের কর্মীরা জড়ো হতে শুরু করেন। সেই অফিস থেকে বেরিয়ে আসার সময় গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। গাড়িতে চড় মারে তৃণমূলের কর্মীরা। হামলার জেরে গাড়ির চালকের আসনের লক ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, একশো দিনের কাজের টাকা দাবি এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজের নাম করে মানুষকে হররানি হচ্ছে। তাঁদের সরাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ঘটনাস্থলে দেখা যায়নি একজনও মহিলা পুলিশ কর্মীদের।

এর আগেও সি মুরুগান তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন। কমিশনের আধিকারিকদের নিরাপত্তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সেই মর্মে তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও দেওয়া হয়। কমিশনের আধিকারিকেরা জেলার কোনও পরিদর্শনে গেলে জেলা প্রশাসনের দায়িত্ব তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা। এ ক্ষেত্রে, তাঁদের নিরাপত্তা কোথায়, তা নিয়েও আরও একবার প্রশ্ন উঠে গিয়েছে।

ঘটনার পরে রোল অবজার্ভার বলেন, “আমি আইএএস অফিসার। আমি আমার কাজ চালিয়ে যাব।” কমিশন সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে সিইও দফতর। বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্তের কাছেও রিপোর্ট দেওয়া হয়েছে। এর পরেও কী ব‍্যবস্থা নেওয়া হয়, সেই দিকেই নজর রয়েছে সবার। 


Share