Mamata Banerjee

বছরের শেষে ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বাঁকুড়ায় সভার প্রস্তুতি নিতে দলীয় নেতাদের নির্দেশ

বছরের শেষের বড় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ ডিসেম্বর বাঁকুড়ার বড়জোড়া কলেজ মাঠে জনসভা করবেন তিনি। তবে ওই সফরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কোনো বৈঠক করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:২১

বছরের শেষের দিকে এসআইআর কার্যক্রমের মধ্যে তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা ব্যস্ত। এই প্রেক্ষাপটে বছরের শেষের বড় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর বাঁকুড়ার বড়জোড়া কলেজ মাঠে জনসভা করবেন তিনি। তবে ওই সফরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কোনো বৈঠক করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

বাঁকুড়া জেলা তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে কৌতূহল দেখা দিয়েছে। জেলা নেতৃত্ব ইতিমধ্যেই সভার প্রস্তুতি শুরু করেছে এবং সোমবার গোটা বিষয়টি নিয়ে বৈঠক করতে চলেছে। দলের লক্ষ্য সভায় বিপুল জনস্রোত আকর্ষণ করা।

উল্লেখযোগ্য, বড়জোড়া এলাকা বিষ্ণুপুর লোকসভার অংশ। গত লোকসভা নির্বাচনে তৃণমূল মাত্র পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল, জয়ী হন বিজেপির সৌমিত্র খাঁ। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে ওই লোকসভার সব বিধানসভা আসন দখলের লক্ষ্য সামনে রেখে রাজ্য নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করতে চাইছেন।

এর পাশাপাশি, ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এবারের প্রতিষ্ঠা দিবস বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে, জানিয়েছেন দলের এক শীর্ষনেতা। তিনি উল্লেখ করেন, বড়জোড়ার সভা থেকেই ভবিষ্যতের লড়াইয়ের রূপরেখা স্পষ্ট হবে। 


Share