Special Intensive Revision

কলকাতা পুলিশের ওপর ভরসা নেই, সিইও দফতরে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ নির্বাচন কমিশনের

এমন ঘটনার পরে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে চিঠি দিয়ে জানায় সিইও দফতর। দফতরের নিরাপত্তায় জোরদার করতে নির্দেশ দেওয়া হয়। তবে, কলকাতা পুলিশের নিরাপত্তার ব‍্যবস্থায় যে একেবারেই খুশি ছিল না সিইও দফতর, তা বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়াই যাচ্ছিল।

সিইও দফতরে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের নির্দেশ নির্বাচন কমিশনের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০১:৩৯

কলকাতা পুলিশের ওপর ভরসা নেই। এ বার রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রের খবর, শুক্রবার থেকেই সিইও দফতরের দ্বিতীয় এবং তৃতীয় তলায় মোতায়েন করা হতে পারে। এ ছাড়াও, সিইও মনোজকুমার আগরওয়াল-সহ বাকি আধিকারিকেরা কোথাও গেলে তাঁদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবে।

সূত্রের খবর, নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যুগ্মসচিব অনিল সুব্রহ্ম্যণমকে লেখা চিঠিতে কমিশনের সচিব সুরজিৎকুমার মিশ্র জানিয়েছেন, সিইও দফতরের দ্বিতীয় এবং তৃতীয় তলে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। আধিকারিকেরা কোথাও গেলে তাঁদের সঙ্গেও কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে সিইও দফতর শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ভবনে স্থানান্তরিত হয়ে যাবে। সেখানেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সম্প্রতি ‘বিএলও অধিকার রক্ষা মঞ্চ’ সিইও দফতরের উল্টো দিকে রাস্তার একাংশ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। এরই ওই মঞ্চের তৃণমূলপন্থী বিএলও-রা সিইও মনোজকুমার আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়ে ভিতরে যান। সিইও অ‍্যাপয়েন্টমেন্ট না দিলে তৃতীয় তলায় বসে বিক্ষোভ দেখান। টেনে হিঁচড়ে পুলিশ তাঁদের বাইরে বের করলেও দরজার বাইরে বসে থাকেন সারারাত।

তার কিছু দিন পরে বেঙ্গল চেম্বার অব কমার্স বিল্ডিংয়ে বৈঠক করে বেরোনোর সময় তৃণমূলপন্থী বিএলও-রা সিইও মনোজকুমার আগরওয়ালকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁর গাড়ির সামনে বসে পড়ার চেষ্টা করেন। ১০০ মিটার দূরে দফতর যেতে হয় পুলিশের ঘেরাটোপে।

এমন ঘটনার পরে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে চিঠি দিয়ে জানায় সিইও দফতর। দফতরের নিরাপত্তায় জোরদার করতে নির্দেশ দেওয়া হয়। তবে, কলকাতা পুলিশের নিরাপত্তার ব‍্যবস্থায় যে একেবারেই খুশি ছিল না সিইও দফতর, তা বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়াই যাচ্ছিল। এর পাশাপাশি গোটা ঘটনা জানায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও। এ বার নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।


Share