Special Intensive Revision

রাজনৈতিক দলের বিএলএ-দের শুনানি কেন্দ্রে অনুমতি দেওয়া হবে না, সমস্ত জেলাশাসকদের কর্তব্য মনে করিয়ে দিল নির্বাচন কমিশন

ঘটনার খবর সামনে আসতেই তৎপর হয় কমিশন। মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে রাজ‍্যের সমস্ত জেলাশাসকের কাছে নির্দেশ পৌঁছে যায়। তাতে জেলাশাসকদের নির্দেশ মতো দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিয়ে বলা হয়, রাজনৈতিক দলের বিএলএ-দের শুনানির সময় থাকতে দেওয়া হবে না। তার জন্য শুনানি পর্ব বন্ধ করা যাবে না।

হুগলির ঘটনার পরে জেলাশাসকদের কড়া নির্দেশ সিইও দফতরের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৬:২২

রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টদের শুনানিতে ঢুকতে দেওয়া হবে না। দলীয় বিএলএ-দের ঢুকতে দেওয়ার দাবি তুলে হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ব্লক অফিসে গিয়ে শুনানি বন্ধ করে দেন। হুগলির ঘটনার পরে জেলাশাসকদের দায়িত্ব মনে করিয়ে দিল নির্বাচন কমিশন। শুনানি কেন্দ্রে রাজনৈতিক দলের বিএলএ ঢুকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করবে কমিশন। আবার, হুগলির মতো শুনানি প্রক্রিয়া আটকে রাখাও যাবে না। সেই কাজকে নিশ্চিত করবে জেলাশাসক। 

রবিবার নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখানে শুনানি কেন্দ্রে দলীয় বিএলএ-দের উপস্থিতি নিয়ে অবস্থানের নির্দেশ দেন। জানান, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এর পরেই সকালে দলবল নিয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে যান। বিএলএ-দের কেন শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না তা নিয়ে লিখিত ব‍্যাখ‍্যার দাবি করেন। এর জেরে দু’ঘন্টা শুনানি বন্ধ হয়ে যায়। তার পরে ফের তা শুরু হয়েছে। 

ঘটনার খবর সামনে আসতেই তৎপর হয় কমিশন। মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে রাজ‍্যের সমস্ত জেলাশাসকের কাছে নির্দেশ পৌঁছে যায়। তাতে জেলাশাসকদের নির্দেশ মতো দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিয়ে বলা হয়, রাজনৈতিক দলের বিএলএ-দের শুনানির সময় থাকতে দেওয়া হবে না। তার জন্য শুনানি পর্ব বন্ধ করা যাবে না। যদি প্রয়োজন হয়, জেলাশাসককেও সশরীরে উপস্থিত থাকতে হবে। কোনও রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টরা যাতে শুনানিতে না আসে এবং যাতে কোনও ভাবেই শুনানি প্রক্রিয়া বন্ধ না হয়- তা নিশ্চিত করবে জেলাশাসকেরাই। যদি কেউ ঢোকে তাহলে সেই আধিকারিকের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করে দিয়েছে কমিশন।

সোমবার সকালেই ওই অফিসে শুরু হয়েছে এসআইআর-এর শুনানি প্রক্রিয়া। আচমকাই সকাল সাড়ে ১১টা নাগাদ চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে হাজির হন স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এসে দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তাঁর দাবি, তৃণমূলের বিএলএ-দের শুনানিতে থাকতে দিতে হবে। না হলে শুনানি বন্ধ থাকবে। বিধায়ক অসিত মজুমদার বলেন, “আমরা এই ধরনের শুনানি পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোন অবস্থায় শুনানিতে ডাকা হচ্ছে। যারা সরকারি কর্মচারী দীর্ঘদিন সরকারি কাজ করেছেন, অবসর নিয়েছেন পেনশন পান তাদেরকেও শুনানিতে ডাকা হচ্ছে।” ব্লক অফিসের বাইরে লম্বা লাইন পড়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছোয় মগড়া থানার পুলিশ।


Share