Political Violence Erupts

পাত্রসায়রে রণক্ষেত্র পরিস্থিতি, বিজেপির ঘরে হামলার অভিযোগ, পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুরের দাবি

বাঁকুড়ার পাত্রসায়রের বেলুট রসুলপুরে বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। আহত বিজেপি নেতার দাদা হাসপাতালে। হামলার দায় নিয়ে বিজেপি–তৃণমূলের তরজা, এলাকায় মোতায়েন পুলিশ।

সোনামুখী গ্রামীণ হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০২:২২

বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার বেলুট রসুলপুর গ্রামে বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকেলে রসুলপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামদাস এলাকার বিজেপি বুথ সভাপতি সুশোভন দত্তের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি-র দাবি, তৃণমূলের মদতেই এই হামলা চালানো হয়েছে।

সুশোভনের অভিযোগ, হামলার সময় তিনি প্রাণভয়ে পালিয়ে যান। সেই সুযোগে দুষ্কৃতীরা তাঁর দাদা সুমন দত্তের উপর চড়াও হয়। সুমনকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সোনামুখী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, মারধরের জেরে সুমনের পায়ের হাড় ভেঙে গিয়েছে এবং নাকেও গুরুতর চোট লাগে।

ঘটনার সূত্রপাত তিন দিন আগে। রসুলপুর গ্রামে একটি বালি বোঝাই গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকেরা গাড়িটি ঘিরে ধরে বিক্ষোভ দেখান। বিজেপি-র অভিযোগ, এই বিক্ষোভের পর থেকেই এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা শুরু করে তৃণমূলের বালি মাফিয়া ও তাদের মদতপুষ্ট দুষ্কৃতীরা।

সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির অভিযোগ, সোমবার বিকেলে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস বারি তাঁর অনুগামীদের নিয়ে সুশোভনের বাড়িতে হামলা চালান। সেই সময় সুশোভন পালিয়ে গেলে তাঁর দাদা সুমন দত্তকে মারধর করা হয়।

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুব্রত দত্তের দাবি, বিজেপি-র অভিযোগ ভিত্তিহীন। তাঁর পাল্টা অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এলাকার সক্রিয় তৃণমূল কর্মী তথা বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা লক্ষ্মী রবিদাসের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর ও মারধরের পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

ঘটনাকে ঘিরে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


Share