ISF Assault Allegation

ফের অশান্ত ভাঙড়! তৃণমূল কর্মীকে গাছে বেঁধে মারধরের অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে

ভাঙড়ে ফের রাজনৈতিক উত্তেজনা। বিধায়ক শওকত মোল্লাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করায় তৃণমূল কর্মী শরিফুল মোল্লাকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল আইএসএফ-এর বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে উত্তর কাশীপুর থানার পুলিশ।

হাসপাতালের সামনে পরিবারের সদস্যেরা
নিজস্ব সংবাদদাতা, ভাঙড়
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৩:০১

ফের অশান্তি ভাঙড়ে। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। সোমবার রাতে ভাঙড়ের দু’নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত ছেলেগোয়ালিয়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত তৃণমূল কর্মীর নাম শরিফুল মোল্লা।

অভিযোগ, এলাকায় আইএসএফ কর্মীরা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছিলেন। শরিফুল সেই কথার প্রতিবাদ করতেই তাঁর উপর চড়াও হয় অভিযুক্তরা। তাঁকে গাছে বেঁধে মারধর করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে শরিফুলকে জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।

আহতের স্ত্রী নাসিমা বিবির অভিযোগ, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। তিনি কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার নিন্দা করে বিধায়ক শওকত মোল্লা বলেন, আইএসএফ-র এমন কাজকর্মের ফলে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। শওকতের হুঁশিয়ারি, যতই চেষ্টা করুক, ভাঙড়ে নির্বাচনে শেষ হাসি তৃণমূলই হাসবে। যদিও আইএসএফ-এর তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।


Share    

ISF