Special Intensive Revision

সিইও দফতরের সামনে উত্তেজনা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলপন্থী বিএলও-দের

ইতিমধ্যেই বিজেপির প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে সিইও-র সঙ্গে। রয়েছেন বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এই পরিস্থিতিতে সিইও দফতরের বাইরে জড়ো হচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে লালবাজার থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

সিইও দফতরের বাইরে চলছে বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০২:৩২

রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে উত্তেজনা। সোমবার দুপুরে  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখে উঠল ‘গো ব‍্যাক’ স্লোগান।

এ দিন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির প্রতিনিধি দল। সেখানে পৌঁছোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দফতরের বাইরে অবস্থানরত তৃণমূলপন্থী ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র সদস্যেরা তাঁদের দেখেই স্লোগান দিতে শুরু করেন। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। নির্বাচন কমিশনকে ‘বিজেপির দালাল’ বলেও আক্রমণ করা হয়।

এর পরেই পরিস্থিতি দ্রুত তীব্র আকার ধারণ করে। তৃণমূল সমর্থক বলে দাবি করা বিএলও-রাব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি শুরু করেন। তাঁদের দাবি, সিইও-র সঙ্গে আলোচনার সুযোগ দিতে হবে।কিন্তু পুলিশ জানায়, বিজেপির প্রতিনিধি দল আগেই সময় নিয়েছে, তাই একই সময়ে দুই পক্ষকেভিতরে ঢোকানো সম্ভব নয়। এই সিদ্ধান্ত ঘিরে পুলিশ ও বিএলও-দের মধ্যে তর্কাতর্কি হয় এবং কিছুসময়ের জন্য অশান্ত পরিবেশ তৈরি হয়।

এরপরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, শঙ্করঘোষেরা দফতরের ভিতরে ঢুকে গেলেও বাইরে বিক্ষোভ চলতে থাকে। বেশ কিছুক্ষণ স্লোগান আরপাল্টা স্লোগানের চিত্রও দেখা যায়।

ইতিমধ্যেই বিজেপির প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে সিইও-র সঙ্গে। রয়েছেন বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এই পরিস্থিতিতে সিইও দফতরের বাইরে জড়ো হচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে লালবাজার থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।


Share