Special Intensive Rivision

ভোটার তালিকা সংশোধনে জোর রাজ্যে, শুনানি প্রক্রিয়া দ্রুত করতে অতিরিক্ত ২৮০০ এইআরও অনুমোদন নির্বাচন কমিশনের

ভোটার খসড়া তালিকা প্রকাশের পর বিলম্বিত শুনানি পর্বে গতি আনতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে অতিরিক্ত ২৮০০ জন এইআরও অনুমোদন, শীঘ্রই শুরু হবে ভোটার সমস্যার শুনানি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০১:৪৮

পশ্চিমবঙ্গে ১৬ ডিসেম্বর ভোটার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকা প্রকাশের পর থেকেই নিয়ম অনুযায়ী শুরু হওয়ার কথা ছিল ভোটার তালিকা সংক্রান্ত শুনানি পর্ব। তবে খসড়া তালিকা প্রকাশের পর তিন দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় এই শুনানি প্রক্রিয়া কার্যত শুরু করা সম্ভব হয়নি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি ও পর্যাপ্ত আধিকারিকের অভাবের কারণেই এই বিলম্ব হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে ভোটার তালিকা সংশোধনের কাজকে আরও মসৃণ ও দ্রুত করতে বৃহস্পতিবার রাজ্যে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শুনানি প্রক্রিয়ায় গতি আনতে অতিরিক্ত ২৮০০ জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এইআরও-কে অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ব্লক ও মহকুমা স্তরে ভোটারদের বিভিন্ন সমস্যার শুনানি দ্রুত শুরু করা যাবে বলে আশাবাদী প্রশাসন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নতুন করে অনুমোদিত এইআরও-দের দায়িত্বে যুক্ত করা হলে ভোটার তালিকায় নাম সংযোজন, সংশোধন ও বিয়োজন সংক্রান্ত আবেদনগুলির নিষ্পত্তি আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। আগামী কয়েক দিনের মধ্যেই শুনানি পর্ব পুরোপুরি শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।


Share