Abhishek Banerjee

নীলবাড়ির লড়াইয়ে বছরের প্রথম থেকেই মাঠে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুরু করবেন দক্ষিণ ২৪ পরগনা থেকে, শেষ করবেন হাওড়ায়

লোকসভা ভোটের আগে ২০২৩ সালে ‘নবজোয়ার’ কর্মসূচি করেছিলেন শাসকদলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু করেছিলেন উত্তরবঙ্গ থেকে। শেষ করেছিলেন দক্ষিণবঙ্গে এসে। এ বার দক্ষিণবঙ্গ থেকে তা শুরু করছেন। তৃণমূল সূত্রের খবর, ২ জানুয়ারি তিনি দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১০:১৭

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। চতুর্থ বারের জন্য নীলবাড়ি দখলের লক্ষ্যে মাঠে নামছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তার পরের দিন, ২ জানুয়ারি থেকে ভোট লড়াইয়ে নেমে পড়েছেন তিনি। সব জেলাতেই কর্মসূচি রয়েছে তাঁর। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করবেন। শেষ করবেন হাওড়ায়। জানুয়ারির মাঝামাঝি সময়ে কলকাতায় কর্মসূচি হবে।

লোকসভা ভোটের আগে ২০২৩ সালে ‘নবজোয়ার’ কর্মসূচি করেছিলেন শাসকদলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু করেছিলেন উত্তরবঙ্গ থেকে। শেষ করেছিলেন দক্ষিণবঙ্গে এসে। এ বার দক্ষিণবঙ্গ থেকে তা শুরু করছেন। তৃণমূল সূত্রের খবর, ২ জানুয়ারি তিনি দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করছেন। এ বারের কর্মসূচির ধরণ ‘নবজোয়ার’-এর মতো নয়। তাই উত্তর এবং দক্ষিণবঙ্গের মিলিয়ে মিশিয়ে থাকছে।

দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগনায় কর্মসূচি সেরে পরের দিনই চলে যাবেন উত্তরবঙ্গে। ৩ জানুয়ারি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে দলীয় কর্মসূচি রয়েছে। এর পরেই চলে আসবেন বীরভূমে। সেখানে ৬ জানুয়ারি কর্মসূচি রয়েছে তাঁর। বীরভূমের কর্মসূচি শেষ করে ৭ জানুয়ারি উত্তর দিনাজপুর এবং ৮ জানুয়ারি মালদহে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।

আবার ৯ জানুয়ারি তিন জায়গায় কর্মসূচি করবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন নদিয়ার রানাঘাট ও কৃষ্ণনগর এবং উত্তর ২৪ পরগনার বনগাঁয় সভা করার কথা রয়েছে। এই সমস্ত জায়গায়গুলিতে উল্লেখযোগ্য ভাবে মতুয়া ভোটার রয়েছে। তাই সেখানে তাঁর সভা রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৮ জানুয়ারি ফের কৃষ্ণনগরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ২০২১ সাল থেকে কার্যত তৃণমূল দাঁত ফোটাতে পারেনি বিজেপির ভোটব‍্যাঙ্কে। এই কেন্দ্রে তৃণমূলের শক্তি অনেকটাই কমেছে। বেড়েছে গোষ্ঠীকোন্দল। সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে কৃষ্ণনগর পুরসভার বোর্ডও। ফলে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রকে দখল করতে যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েবে তৃণমূল তা-ই মনে করছে রাজনৈতিক মহল।

আগামী ১০ জানুয়ারি আরও তিন জায়গায় দলীয় কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওই দিন তিনি পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে যাবেন। পরে ফের ২১ জানুয়ারি বাঁকুড়া এবং বিষ্ণুপুর যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় কর্মসূচি করবেন আগামী ১২ জানুয়ারি। ওই দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাই ওই দিনটা শহুরেই থাকবে অভিষেক। সূত্রের খবর, বিবেকানন্দের বাসভবনেও যেতে পারেন তিনি। ১৩ জানুয়ারি কোচবিহারে দলীয় কর্মসূচিতে চলে যাবেন। ১৫ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের তমলুকে কর্মসূচি করবেন। তার কয়েক দিনের মধ্যে, ২৪ জানুয়ারি আবার কাঁথিতে দলীয় কর্মসূচিতে যাবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তমলুকের পরে ১৬ জানুয়ারি মেদিনীপুরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ জানুয়ারি মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং বহরমপুর সফরে যাবেন অভিষেক। ১৯ জানুয়ারি তাঁর বারাসতে তৃণমূলের কর্মসূচি রয়েছে। এর পরে ২২ জানুয়ারি হুগলিতে এবং ২৫ জানুয়ারি পূর্ব ও পশ্চিম বর্ধমানে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সফরসূচি শেষ হবে আগামী ২৭ জানুয়ারি। ওই দিন তাঁর হাওড়া গ্রামীণ এবং সদরে, দুই সাংগঠনিক জেলার নেতাদের বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


Share