Public Assault Shock

পারিবারিক বিবাদে রাস্তায় ফেলে গৃহবধূকে বেধড়ক মারধর, দেগঙ্গায় ভাইরাল সিসিটিভি ফুটেজ

পারিবারিক বিবাদের জেরে দেগঙ্গায় প্রকাশ্যে গৃহবধূকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই চাঞ্চল্য। অভিযুক্ত পঞ্চায়েত উপপ্রধানের আত্মীয়, হাসপাতালে ভর্তি আক্রান্ত।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দেগঙ্গা
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১২:১১

পারিবারিক বিবাদের জেরে এক গৃহবধূকে প্রকাশ্যে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দেগঙ্গায়। দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েত এলাকায় ওই ঘটনার সিসিটিভি ফুটেজ রবিবার সমাজ মাধ্যমে ভাইরাল হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগের কেন্দ্রে চাঁপাতলা পঞ্চায়েতের উপপ্রধানের আত্মীয় মাসুম রেজা চৌধুরী। ঘটনাটি ঘটেছে শনিবার, তবে ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

আক্রান্ত গৃহবধূ সাবিনা খাতুনের বিয়ে কয়েক বছর আগে দেগঙ্গার খেজুরতলার এক যুবকের সঙ্গে হয়। অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তাঁর স্বামী অন্য এক মহিলার সঙ্গে থাকতে শুরু করেন। এরপরও সাবিনা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। এই নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে তাঁর প্রায়ই বিবাদ লেগে থাকত বলে পরিবারের দাবি। শনিবার সেই বিবাদ চরমে ওঠে। পরিবারের অভিযোগ, সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ছাড়ার পর বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের সামনে সাবিনাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। অভিযুক্ত হিসেবে মাসুম রেজা চৌধুরীর নাম উঠে এসেছে।

আক্রান্ত গৃহবধূর বাবা লুৎফার মণ্ডলের অভিযোগ, 'মেয়ে শত অত্যাচার সহ্য করেও নাতিকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকছিল। প্রথমে শ্বশুর শাশুড়ি মারধর করে। তাই মেয়ে থানার দিকে যাচ্ছিল। খবর পেয়ে সাবিনার নন্দাই মাসুম রেজা চৌধুরী আমার মেয়েকে রাস্তাতেই মারধর করে। এমনকী গলায় ফাঁস লাগিয়ে মারার চেষ্টাও করে ওরা।' বর্তমানে সাবিনা খাতুন বারাসত হাসপাতালে চিকিৎসাধীন।

শাসকদলের এক নেতার আত্মীয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। দেগঙ্গা-২ ব্লক তৃণমূল সভাপতি সুব্রত বসু বলেন, 'তৃণমূল অন্যায়কে বরদাস্ত করে না। দেগঙ্গা থানা অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।'


Share