Special Intensive Revision

খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৫ লক্ষের বেশি ভোটারের নাম! মৃত ভোটার ২৩ লক্ষের বেশি, শনিবার বিকেল পর্যন্ত পরিসংখ্যান দিল কমিশন

শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিকেল থেকে একটি বৈঠক হয়। সেই বৈঠকে রাজ্যে আসা নির্বাচন কমিশনের তিন আধিকারিক উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের নিযুক্ত ১২ জন তালিকা পর্যবেক্ষকেরাও উপস্থিত ছিলেন। সিইও দফতরের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল-সহ অন্যান্য আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন।

সিইও দফতরে চলছে বৈঠক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০১:২৬

এসআইআর-এর খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৫৫ লক্ষের বেশি ভোটারের নাম। ২৪ ঘন্টার মধ্যে ১ লক্ষ ২৫ হাজারের বেশি নাম বাদের তালিকায় চলে এলো। তার মধ্যে মৃত ভোটার রয়েছে ২৩ লক্ষের বেশি। ভুয়ো ভোটার ভোটার এক লক্ষের বেশি। এ ছাড়াও, বিকেল ৪টে পর্যন্ত এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে ৯৯.৪৩ শতাংশ।

নির্বাচন কমিশন সূত্রের খবর, শনিবার বিকেল ৪টে পর্যন্ত ভোটার তালিকা থেকে ২৩ লক্ষ ৮৩ হাজার ৮০৯ জন মৃত ভোটার ধরা পড়েছে। ভোটার তালিকায় নাম রয়েছে অথচ তাঁদের কোনও নিখোঁজ মেলেনি, এমন ভোটার রয়েছে ১০ লক্ষ ৫০ হাজার ৯৭৩ জন। স্থানান্তরিত ভোটার সংখ্যা রয়েছে ১৯ লক্ষ ৩০ হাজার ৯৭৩ জন। আবার যাদের নাম একাধিক বিধানসভা কেন্দ্রে রয়েছে, এমন ভোটার রয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৯৯৪ জন। সব মিলিয়ে শনিবার বিকেল পর্যন্ত ৫৫ লক্ষ ৪৫ হাজার ১৬৭ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে। প্রসঙ্গত, শুক্রবার বিকেল পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৫৪ লক্ষ ৫৯ হাজার ৫৪১ জন ছিল। এক দিনে ১ লক্ষ ২৫ হাজার ৬০৬ জনের নাম বাদের তালিকায় স্থান পেল।

শনিবার বিকেল পর্যন্ত ৯৯.৪৩ শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে। এই ফর্ম ডিজিটাইজ করতে পিছিয়ে রয়েছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের কসবা, বেহালা পূর্ব, যাদবপুর। কমিশন সূত্রের খবর, যাদবপুর বিধানসভা কেন্দ্রে ৯০.২২ শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে। মেটিয়াবুরুজ বিধানসভাকেন্দ্রে ৯৩.৬২ শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে। এ ছাড়াও শিলিগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রেও এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা অনেকটাই বাকি রয়েছে বলে কমিশন সূত্রের খবর। যেসব জেলাগুলিতে এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়েছে, তা হল-আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব বর্ধমান।

শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিকেল থেকে একটি বৈঠক হয়। সেই বৈঠকে রাজ্যে আসা নির্বাচন কমিশনের তিন আধিকারিক উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের নিযুক্ত বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত-সহ ১২ জন আধিকারিক উপস্থিত ছিলেন। সিইও দফতরের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল-সহ অন্যান্য আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন আধিকারিকেরাও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

কমিশন সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়া কেমন চলছে তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। কোথায় কী সমস্যা রয়েছে এবং তা দ্রুত সমাধান করে প্রক্রিয়া কীভাবে শেষ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


Share