Santa Video FIR

দূষণ নিয়ে ভিডিয়োতে সান্তা ক্লজ, রাজনৈতিক বিতর্কে আপ নেতা সৌরভ ভরদ্বাজদের নাম

সান্তা ক্লজের ভিডিয়োকে ঘিরে বিতর্ক। খ্রিস্টানদের ভাবাবেগে আঘাতের অভিযোগে আপ নেতা সৌরভ ভরদ্বাজ-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর। দূষণ ইস্যু তুলে ধরতেই ভিডিও, দাবি আপের।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০২:৫৫

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগে দিল্লি পুলিশ বৃহস্পতিবার আম আদমি পার্টি (আপ)-র নেতারা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা এবং আদিল আহমেদ খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, ১৭ ও ১৮ ডিসেম্বর এই নেতারা নিজেদের এক্স-হ্যান্ডলে একটি ভিডিয়ো প্রকাশ করেন। ভিডিয়োতে স্যান্টা ক্লজের পোশাক পরা একজনকে উপহাস করা হয়েছে। দিল্লি পুলিশের দাবি, এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের তত্ত্বাবধানে। ভিডিয়োতে দেখা যায়, বড়দিনে দিল্লিতে পৌঁছে দূষণে অসুবিধায় পড়েছেন সান্তা।

তবে আপ নেতৃত্ব সরাসরি খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ খারিজ করেছে। দলের প্রাক্তন মন্ত্রী ও দিল্লি শাখার সভাপতি সৌরভ ভরদ্বাজ বলেছেন, “স্যান্টা ক্লজের ওই ভিডিয়ো নাটকের মাধ্যমে আমরা দূষণের সমস্যার বিষয়টি দিল্লিবাসীর কাছে পৌঁছে দিয়েছি। যা বিজেপি পরিচালিত দিল্লি এবং কেন্দ্রীয় সরকারকে সমস্যায় ফেলেছে।’’ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই শাহের মন্ত্রকের নির্দেশে দিল্লি পুলিশ তাঁদের বিরুদ্ধে এফআইআর করেছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন সৌরভ।


Share