Nitish Kumar

দুই দশকের ‘অধিনায়ক’ নীতীশ, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠান গাঁধী ময়দানে

পটনার ঐতিহাসিক দিনে দশমবারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এনডিএর উন্নয়ন, পেনশন বৃদ্ধি ও বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পে নতুন আশা জাগছে বিহারে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
নিজস্ব সংবাদদাতা, বিহার
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ০২:২১

বিহারের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক, টানা দশম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। বৃহস্পতিবার পটনার গাঁধী ময়দানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁদের উপস্থিত থাকতেই শপথ নেন তিনি। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মহম্মদ খান। 

মোদী-শাহ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। আগের মন্ত্রিসভার মতোই এ দিন শপথ নিয়েছেন নীতীশের দুই ডেপুটি— বিজেপি নেতা বিজয় সিনহা এবং সম্রাট চৌধুরী।

তার আগের দিনই বিহার বিধানসভায় এনডিএর নেতা হিসেবে নির্বাচিত হন নীতীশ। এরপর বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে সামান্য কয়েক মাসের বিরতি বাদ দিলে বিহারের ক্ষমতায় রয়েছেন নীতীশ কুমারই। এই দুই দশকে তিনি একাধিকবার জোটবদল করেছেন, রাজনৈতিক সমীকরণও পাল্টেছে বহুবার। বর্তমান অধ্যায়ে তিনি ফের বিজেপির সঙ্গ নিয়েই সরকার গড়েছেন।

মুখ্যমন্ত্রী হিসেবে বহু জনমুখী প্রকল্পের সূচনা করেছেন নীতীশ। এনডিএ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পরিবারকে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা পেনশন ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১,১০০ টাকা করা হয়েছে। পাশাপাশি ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করে নারীদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও নিয়েছে সরকার।


Share